বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় ভারত -বাংলাদেশ সীমান্তে গুলিতে জখম বিএসএফ কর্মী। উত্তর জেলার ধর্মনগরের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কর্মী বিপিন কুমার (৩৫)। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আহত জওয়ানের কাঁধে দুটি গুলির ক্ষত পাওয়া গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি কোনও দুর্ঘটনা বা নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। তদন্ত চলছে।