• উন্নাও ধর্ষণ: জামিন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপের
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে এই জামিন দিয়েছেন বিচারপতি সুব্রাহ্মণ্যম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ।

    ২০১৯ সালে নিম্ন আদালত  ধর্ষণ মামলায় কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না। কারণ, পুলিশ হেপাজতে থাকাকালীন ওই নির্যাতিতার বাবার মৃত্যুর  মামলতেও ১০ বছর কারাদণ্ড পেয়েছেন কুলদীপ। সেই সাজা কার্যকর রয়েছে। এদিন ধর্ষণ মামলায় কুলদীপ জামিন পাওয়ার পর নিরাপত্তা ও বিচারের দাবিতে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ধরনায় বসেন নির্যাতিতার মা। তাঁকে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ।

     এদিন বেশ কিছু শর্তও চাপিয়েছে আদালত। দিল্লি ছেড়ে বেরতে পারবেন না অভিযুক্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। হাজিরা দিতে হবে থানায়। নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে পারবেন না কুলদীপ। কোনও শর্ত লঙ্ঘন করলে তাঁর জামিন বাতিল হবে বলেও জানিয়েছে কোর্ট। ২০১৭ সালে উন্নাওয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত ছিলেন কুলদীপ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে  নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করে যোগীরাজ্যের পুলিশ। পরে হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় নির্যাতিতার বাবার। 
  • Link to this news (বর্তমান)