মধ্যপ্রদেশে এসআইআর খসড়া তালিকা থেকে বাদ ৪২ লক্ষ নাম
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
ভোপাল: এসআইআর নিয়ে তোলপাড় বাংলা। মোদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দল। তাদের বক্তব্য, এসআইআর আসলে ভোটচুরির হাতিয়ার। এরইমধ্যে মঙ্গলবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে’র (এসআইআর) খসড়া তালিকা প্রকাশিত হল। তারপরই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। রাজ্যে বাদ পড়েছে ৪২ লক্ষ ৭৪ হাজার ভোটারের নাম। এর পাশাপাশি ৮ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম ম্যাপিং করা যায়নি।
এদিন মধপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার ঝা জানিয়েছেন, রাজ্যের ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জনের মধ্যে মোট ৪২ লক্ষ ৭৪ হাজার ১৬০ জন ভোটারের নাম বাদ পড়েছে। এক্ষেত্রে ৩১ লক্ষ ৫১ হাজার ভোটার পাকাপাকিভাবে অন্যত্র বসবাস করছেন। মৃত ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৪৬ হাজার। একের বেশি জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ৭৭ হাজার জনের। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ৪ লক্ষ ৩৮ হাজার ৮৭৫ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে গোবিন্দপুরা ও নারেলা বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হয়েছে। গোবিন্দপুরায় ৯৭ হাজার ৫২ জন এবং নারেলায় ৮১ হাজার ২৩৫ জন।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা সংক্রান্ত যাবতীয় আপত্তি জানাতে পারবেন ভোটাররা। এরপর ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।