• ‘হিন্দুরাষ্ট্রে সান্তা টুপি বিক্রি চলবে না’, বিজেপি শাসিত ওড়িশায় হেনস্তা হকারদের, প্রতিবাদে সরব তৃণমূল
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • ভুবনেশ্বর: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্যাটিস বিক্রির ‘অপরাধে’ বিক্রেতাকে পদ্ম শিবিরের সমর্থকদের হাতে মার খেতে হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। এবার প্রায় একই ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসতি ওড়িশা। হিন্দু রাষ্ট্রে সান্তা ক্লজের টুপি বিক্রি করা চলবে না। এই ফতোয়া জারি করে দরিদ্র হকারদের হেনস্থার অভিযোগ উঠল স্বঘোষিত হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। বিক্রেতাদের ধর্মীয় পরিচয় পর্যন্ত জানতে চাওয়া হয়।

    ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, বড়দিন উপলক্ষ্যে রাস্তার ধারে সান্তা ক্লজের টুপি বিক্রি করছিলেন কয়েকজন হকার। আচমকা দু’জন যুবক সাদা গাড়ি চেপে সেখানে উপস্থিত হয়। হকারদের দেখামাত্র হুমকির সুরে বলে ওঠে, ‘এই রাজ্য এখন হিন্দুরাষ্ট্র। এখানে খ্রিস্টানদের জিনিসপত্র বিক্রি করা যাবে না।’ এরপরেই বিক্রেতারা হিন্দু কিনা, তা জানতে চায় দুই যুবক। তাঁরা কোথা থেকে এসেছেন সেই তথ্যও চাওয়া হয়। উত্তরে হকাররা জানান, তাঁরা হিন্দু। পেটের দায়ে সান্তা ক্লজের টুপি বিক্রি করছেন। তখনই দুই যুবকের মধ্যে একজন বলে, ‘এখানে শুধুমাত্র প্রভু জগন্নাথের শাসন চলে। হিন্দু হয়ে তোমরা এই কাজ কীভাবে করছ? এখনই সবকিছু গুটিয়ে এখান থেকে চলে যাও। সেরকম হলে প্রভু জগন্নাথের সামগ্রী বিক্রি করুন।’ হকাররা আরও জানান, তাঁরা স্থানীয় বাসিন্দা নন। রাজস্থান থেকে এসেছেন। তাতে অবশ্য বিন্দুমাত্র কর্ণপাত করেনি অভিযুক্তরা। তাদের হুঁশিয়ারি, রাজস্থানের জিনিসপত্র ওড়িশায় বিক্রি করলে কোনও সমস্যা নেই। তবে খ্রিস্টান ধর্মের সামগ্রী বিক্রি চলবে না।

    হকার হেনস্তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গেরুয়া শিবিরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, ‘বড় দোকানে ও শপিং মলে গিয়ে কিছু করার সাহস নেই এদের। শুধু গরিব মানুষের উপর হুজ্জতি করতে পারে।’ প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘ওড়িশায় সান্তা ক্লজের টুপি বিক্রিতেও নিষেধাজ্ঞা! বিজেপির শাসনে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আজ পুরোপুরি ভূলুণ্ঠিত। হিন্দুরাষ্ট্রের দোহাই দিয়ে অন্যের উৎসবে বাধা দেওয়া, মানুষের রুচি-পছন্দের উপর তালিবানি ফতোয়া জারি করা- এটাই কি বিজেপির আসল রূপ? বিজেপি ও তাদের শরিকরা দেশকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই ধর্ম বিরোধী মানসিকতা ও বিদ্বেষের রাজনীতিকে ধিক্কার জানাই।’
  • Link to this news (বর্তমান)