বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: জমি বিবাদ নিয়ে মঙ্গলবারও উত্তপ্ত অসমের কার্বি আংলং জেলা। পরিস্থিতি সামাল দিতে এদিন কার্বি আংলং জেলার দু’টি উপজেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৩৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তাতে ৮ জন বিক্ষোভকারীও জখম হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হিংসায় দু’জনের মৃৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েনের করার কথাও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, বিক্ষোভকারীরা যে বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়, সেখান থেকে দমকল কর্মীরা সুরজ দে (৩২) নামে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার করেছেন।