• রহস্যময় সবুজাভ পাথর নিয়ে জিএসআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন কৃষক
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা,গঙ্গারামপুর: সেই রহস্যময় সবুজাভ পাথর নিজেদের হেপাজতে নিল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই)। হরিরামপুর থানার মালখানার সিন্দুকে রাখা ওই পাথর খণ্ড নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। এর মাঝেই খবর পৌঁছে গিয়েছে জিএসআইয়ের কলকাতা দপ্তরে। সেটি সাধারণ পাথর না উল্কাপিণ্ড, তার রহস্যভেদ করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন জিএসআইয়ের সঙ্গে যোগাযোগ করে।

    মঙ্গলবার কলকাতা থেকে জিএসআইয়ের দু’জনের দল হরিরামপুর থানায় পৌঁছয়। থানার পুলিশ কর্মীও আধিকারিকদের নিয়ে যাওয়া হয় সেই মাঠে, যেখানে উল্কাপিণ্ডটি পড়েছিল। হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের লঘুচর এলাকার ঘটনাস্থল আলুর জমিতে যান তাঁরা।সবুজাভ পাথর পিণ্ডটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই জায়গায় গর্ত হয়ে রয়েছে। সেই গর্ত পরিমাপ করা হয়। প্রত্যক্ষদর্শী কৃষক শরিফুল ইসলামেরকাছে ঘটনাস্থলেরবিবরণ জানতে চান আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় ওই কৃষককে। তার বয়ান লিপিবদ্ধ করেজিএসআইয়ের টিম। একবারে ঘড়ি ধরে কখন দেখেছেন, কী রঙের ছিল সমস্ত কিছু জানতে চাওয়া হয়। কৃষকের দেওয়া তথ্য চিন্তা বাড়াচ্ছে জিএসআইয়ের। উল্কাপিণ্ড পড়তেই বেশকিছু জায়গায় উত্তাপ অনুভব করেছেন শরিফুল। কতটা শব্দ হয়েছে সেই তথ্যও জানতে চাওয়া হয়।তিনি জানান, সকালে উঠেই তা তুলে নিয়ে বাড়ির পুকুরে ধুয়ে বাড়িতে নিয়ে যান মূল্যবান জিনিস হিসেবে। সমস্ত তথ্য সংগ্রহ করার পর ফের থানায় গিয়ে রহস্যময় পাথর দেখেন ও তা পর্যবেক্ষণের পর প্যাকেট বন্দি করে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা ও অনুসন্ধানের জন্য নিয়ে যায় জিএসআইয়ে দুই সদস্য। 

    আগামী দিনে বৈজ্ঞানিক পরীক্ষায় সবুজাভ পাথর পিণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন জেলাবাসী। জিএসআই টিমের সদস্য অরিন্দম দত্ত বলেন, জেলা প্রশাসন উদ্যোগী হওয়ায় আমরা এসেছিলাম। যেখানে সবুজাভ পাথরটি পাওয়া গিয়েছে সেখানে পরীক্ষা করলাম।প্রত্যক্ষদর্শী কৃষকের সঙ্গে কথা বলে আমাদের যা জিজ্ঞাস্য সেটা শুনেছি। এখন পাথরটি আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বৈজ্ঞানিক কিছু পরীক্ষা হবে। যদি তা সত্যিই উল্কাপিণ্ড হয়ে থাকে তবে অনেক কিছু নতুন তথ্য আবিষ্কার করা যাবে। 

    কৃষক শরিফুল ইসলাম বলেন, পাথরটি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫২ মিনিটে আমার আলুর জমিতে পড়ে ছিল। সেই সময় জমিতে কাজ করছিলাম। আকাশ থেকে একটি আলোর বল মাটিতে পড়ে আওয়াজও হয়েছিল। গরম অনুভব হয়েছিল। সবটাই বলেছি। সকালে আমি সেটা তুলে নিয়ে পুকুরে ভালো করে ধুয়ে বাড়ি নিয়ে যেতেই পুলিশ নিয়ে চলে যায়।
  • Link to this news (বর্তমান)