• এলএইচবি কোচ নিয়ে যাত্রা শুরু বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট স্টেশন থেকে মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে নতুন এলএইচবি কোচ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিল তেভাগা এক্সপ্রেস। পুরনো ও অপরিষ্কার কোচের পরিবর্তে একেবারে ঝাঁ চকচকে অত্যাধুনিক কোচ নিয়েই এবার থেকে যাত্রা করবে বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস। এজন্য মঙ্গলবার ভোরে একটি অনুষ্ঠানের আয়োজন করে রেল। ওই অনুষ্ঠানে সবুজ পতাকা নাড়িয়ে তেভাগা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নারা সহ রেলের আধিকারিকরা। 

    স্টেশন থেকেই সুকান্ত দাবি করেন, জানুয়ারির মধ্যে বালুরঘাট স্টেশনে লিফট তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে অমৃতভারত প্রকল্পের কাজ শেষ হবে। ওই কাজ শেষ হলেই দ্রুত গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশনকে অমৃত ভারতপ্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি করবেন। এছাড়াও অন্যান্য প্রকল্পের জন্যও দাবি জানাবেন। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। এদিন বালুরঘাটের কামারপাড়ায় সেই কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। সাধারণ মানুষের কোনও সমস্যা হছে কিনা তার খোঁজখবরও নেন। 

    সুকান্ত মজুমদার বলেন, তেভাগা এক্সপ্রেস এতদিন পর্যন্ত পুরনো আইসিএফ কোচের মাধ্যমে চলত। ওই কোচ বদলে এবার চকচকে এলএইচবি কোচ দেওয়া হয়েছে। এই কোচ আগের তুলনায় অত্যাধুনিক, ঝুঁকি কম এবং গতি বেশি। এই নতুন ট্রেনের ফলে শুধুমাত্র জেলার মানুষ নয়, রুটের প্রত্যেক মানুষ উপকৃত হবে। বালুরঘাট রেলস্টেশনের ব্যাপারে তিনি বলেন, আমি ডিআরএমের সঙ্গে কথা বলেছি। জানুয়ারির মধ্যেই স্টেশনে লিফট বসে যাবে। ফেব্রুয়ারির মধ্যে অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হওয়া নিশ্চিত। এই কাজ শেষ হলে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর স্টেশনকেও অমৃত ভারতের আওতায় আনার জন্য রেলমন্ত্রীর কাছে দরবার করব। তাছাড়া বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ সহ অন্যান্য রেল প্রকল্প বাস্তবায়ন করার জন্যও অনুরোধ জানাব। 

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার শাখার ডিআরএম কিরেন্দ্র নারা বলেন, এই নতুন এলএইচবি কোচে যাত্রা অনেকটাই নিরাপদ। এতে স্থানীয় মানুষের অনেক উপকার হবে। বালুরঘাট রেলস্টেশনের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)