নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, বুধবার থেকেই পুরোদমে বড়দিনের উৎসবের মুডে চলে যাচ্ছে তামাম শিল্পাঞ্চল। এদিন বিকালে গির্জায় বিশেষ প্রার্থনা হবে। মূলত প্রভু যিশুর জন্মের বার্তা নিয়ে আসা বিভিন্ন কাহিনিকেই ক্যারল গানের মাধ্যমে তুলে ধরা হয়। এই অনুষ্ঠান হওয়ার পর বৃহস্পতিবার আসানসোল, দুর্গাপুর, কুলটি, চিত্তরঞ্জন সহ বিভিন্ন এলাকার গির্জায় দিনভর হবে অনুষ্ঠান। চলবে বিশেষ প্রার্থনা। শুধু গির্জা নয়, বড়দিন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে শপিং মল, মাল্টিপ্লেক্সগুলিও। সেজে উঠছে শিল্পাঞ্চলের পার্কগুলি।
স্যাক্রেড হার্ট ক্যাথেড্রাল চার্চটি পশ্চিম বর্ধমানের অন্যতম প্রাচীন গির্জা। যা ১৮৭৩ সালে তৈরি হয়েছিল। বিশাল এলাকা জুড়ে এই চার্চের নানা সামগ্রী নতুন করে রঙ করা হয়েছে। আলোয় সাজিয়ে তোলা হয়েছে পুরো চার্চ। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় একদিকে চলছে বড়দিনের প্রস্তুতি অন্যদিকে, এখন থেকেই উৎসুক পর্যটকরা ভিড় জমাচ্ছেন সেখানে। অনেকে সেলফিও তুলছেন। কেউ বসে গল্প করছেন। দেখা গিয়েছে, সাজিয়ে তোলা হয়েছে একটি গোয়ালঘর। প্রার্থনা ঘরটিও সাজিয়ে তোলা হয়েছে। বার্নপুরের গির্জাটিও সাজানোর কাজ চলছে পুরোমাত্রায়। দুর্গাপুরের সিটিসেন্টারে উৎসবের প্রস্তুতি শেষ মুহূর্তে। আজ, বিকাল থেকেই মানুষের ঢল নামবে সেখানে। পানাগড় সেনা ছাউনির ভেতরেও রয়েছে গির্জা। সেখানেও চলছে বড়দিনের আয়োজন।
দুর্গাপুর ও আসানসোলের শপিং মলগুলি নতুন রূপে সেজে উঠেছে। বিভিন্ন স্কুলের পরীক্ষা হয়ে যাওয়ায় এখন ছুটির মেজাজে পড়ুয়ারা। ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে বড়দিনের ছুটি পড়ে গিয়েছে। অনেকেই বিকাল হলে শপিং মলে ভিড় করছেন। ক্রেতা টানতে অনেক সংস্থা উইন্টার সেল দিচ্ছে। পাশাপাশি খ্রিষ্ট উৎসবের আমেজ আনতে বিভিন্ন শপিং মলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলই বড়দিনের কেক হাতে গরিব মানুষের কাছে হাজির হবেন। অনেকে আবার সান্তা সেজে চমক দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এককথায় বড়দিনের আনন্দে মাতোয়ারা শিল্পাঞ্চলের আট থেকে আশি। বড়দিনে মাইথনে পর্যটকদের ঢল নামে। তার জন্য নিরাপত্তার বিশেষ আয়োজন করছে পুলিশ। এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি মাইথনে মদ্যপানের উপর কঠোর বিধিনিষেধ চালু হয়েছে। সর্বত্র চলছে নজরদারি। একই ভাবে দুর্গাপুর ব্যারেজ, রণডিহা, নাচন জলাধার সহ বিভিন্ন পিকনিক স্পটে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে আগামী ২৫ ডিসেম্বর। বড়দিনের আগে আসানসোল চার্চ সাজিয়ে তোলার প্রস্তুতি।