তারাপীঠে বড়দিন ও পৌষমেলা উপলক্ষ্যে পর্যটকদের ব্যাপক ভিড়, একদিন ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, রামপুরহাট: একদিকে বড়দিন, অন্যদিকে বর্ষশেষ। শান্তিনিকেতনে পৌষমেলা চলছে। নতুন বছরকে স্বাগত জানানোরও পালা। শুক্রবার ম্যানেজ করতে পারলে টানা চারদিন ছুটি। সব মিলিয়ে তারাপীঠে পর্যটকদের ভিড় বাড়ল। প্রতি বছরই এই সময় তারাপীঠে ব্যাপক ভিড় থাকে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় পর্যটক ও দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে মন্দির কমিটি। এই কয়েকদিন রাতের দিকে বেশি সময় ধরে মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। ভিড় সামলাতে মন্দির কমিটিকে সহযোগিতা করছে পুলিশ।
আগামী কাল, বৃহস্পতিবার বড়দিনের ছুটি। মাঝে শুক্রবার অফিস ম্যানেজ করলে পরের দু’দিন শনি ও রবিবার। ছুটি পেয়েই ভ্রমণপিপাসু বাঙালি বেড়াতে বেরিয়ে পড়ছেন। কেউ সমুদ্র, কেউ পাহাড়ের টানে পছন্দের জায়গায় যাচ্ছেন। অনেকে মন্দিরে পুজো দিয়ে পুণ্যলাভের আশায় বেরিয়ে পড়ছেন। মঙ্গলবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভিড় উপচে পড়ে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, প্রতি বছর এইসময় মন্দির চত্বর ভিড়ে ঠাসা থাকে। শান্তিনিকেতন মেলা হওয়ায় ভিড় অনেকে বেড়েছে। এদিন ভোর সাড়ে ৫টায় মন্দির খোলার অনেক আগেই থেকেই কনকনে ঠান্ডা উপেক্ষা করে দেবী দর্শনে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়।
হোটেল ব্যবসায়ীরা জানান, ফিবছর ২৩ডিসেম্বর থেকে ভিড় বাড়তে শুরু করে। শান্তিনিকেতন পৌষমেলা চলার কারণেও তারাপীঠে পর্যটক বাড়ে। বহু পর্যটক সেখানকার মেলা দেখে তারাপীঠ হয়ে বাড়ি ফেরেন। এদিন ভোররাত থেকেই বহু পর্যটক মায়ের দর্শন পেতে লাইন দেন। বেলা যত গড়িয়েছে, ততই হাজার হাজার মানুষের ভিড় বেড়েছে।
কলকাতা থেকে আসা অনিমেষ রায় বলেন, প্রতি বছর এই সময় পৌষমেলা দেখতে আসি। মেলা দেখে তারাপীঠে এসে মায়ের কাছে পুজো দিই। এখানে এসে হোটেলে থাকি। বোলপুরের থেকে কম টাকায় এখানে থাকা যায়। দুর্গাপুর থেকে আসা সীতাংশু হাজরা বলেন, ছেলেমেয়েদের পরীক্ষা হয়ে গিয়েছে। সেকারণে বেড়াতে এসেছি। শান্তিনিকেতনে পৌষমেলা দেখে ফের তারাপীঠে আসব। দু’-একদিন থেকে বীরচন্দ্রপুর, নলাটেশ্বরী সহ বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে দেখব।
সম্প্রতি মন্দিরে বেশকিছু নিয়মে বদল ঘটেছে। আর ঘণ্টার পর ঘণ্টা সাধারণ লাইনের পুণ্যার্থীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। যার প্রশংসা করেছেন পুণ্যার্থীরা। বিহার থেকে পরিবার নিয়ে আসা প্রকাশ যাদব বলেন, এর আগে পুজো দিতে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। এবার তার থেকে অনেকে কম সময়ের মধ্যে দেবী দর্শন করে পুজো দিয়েছি।
ব্যাপক পর্যটক সমাগম হওয়ায় তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের এখন পৌষমাস। লজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, বড়দিনের আগের দিন থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। বুকিংও অনেকটাই বেড়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এমনই ভিড় থাকবে। তারাময়বাবু বলেন, পর্যটকদের সুবিধার্থে এই কয়েকদিন একটু বেশি রাত পর্যন্ত মন্দির খুলে রাখা হবে। -নিজস্ব চিত্র