• কাজে গাফিলতি, বিএলওকে শোকজ
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এসআইআরের কাজে গাফিলতির অভিযোগ! মৃত ভোটারের নাম ঠাঁই পেল খসড়া তালিকায়। অন্যদিকে, একই ব্যক্তির দু’টি ভোটার কার্ডের মধ্যে একটি ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করার বদলে মৃতদের তালিকায় লিপিবদ্ধ করার অভিযোগ উঠেছে। এসব বিষয়কে কেন্দ্র করে বলরামপুর ব্লকের ২২৩ নম্বর বুথের বিএলও শুকদেব পান্ডার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। এনিয়ে জোর বিতর্কও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গত সোমবার জেলা প্রশাসন শোকজ করে ওই বিএলওকে। কী কারণে এই ভুল, তিনদিনের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে ওই বিএলও লিখিত আকারে শোকজের উত্তর দিয়েছেন। এবিষয়ে জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, ভুলের জন্য একজন বিএলওকে শোকজ করা হয়েছে।

    এসআইআর আবহে রাজ্যের নানা প্রান্ত থেকে মাঝেমধ্যেই বিভিন্ন অভিযোগ সংবাদ শিরোনামে উঠে আসছে। সেই অভিযোগের তালিকায় বহু জীবিত ভোটারকে মৃতদের তালিকায় তুলে ধরার ঘটনা রয়েছে। তবে জঙ্গলমহল পুরুলিয়া জেলায় অবশ্য একটু ভিন্নধর্মী ঘটনা ঘটেছে। ২২৩ নম্বর বুথের প্রথম ঘটনাটি হল, একজন মৃত ভোটারের নাম খসড়া তালিকায় স্থান পাওয়া। স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, প্রায় পাঁচ বছর আগে মৃত্যু হওয়া সন্ধ্যারানি হালদারের নাম বাদ পড়ার বদলে খসড়া তালিকায় উঠে এসেছিল। দ্বিতীয় ঘটনাটি একটু ভিন্ন ধরনের। জানা গিয়েছে, স্থানীয় মহম্মদ গুলাম রসুলের নামে পৃথক দু’টি ভোটার কার্ড ইস্যু হয়েছিল। একটি ভোটার কার্ড ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করার কথা ছিল। কিন্তু তা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করার বদলে মৃতের তালিকায় তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় শোরগোল পড়ে যায়। যদিও এনিয়ে কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ। তবে বিষয়টি জেলা প্রশাসনের কর্তাদেরও নজর এড়াতে পারেনি। এরপরই তড়িঘড়ি ত্রুটি শুধরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেইসঙ্গে ওই বিএলওকে শোকজ করা হয়। 

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, 'ক্ল্যারিক্যাল মিসটেক'-এর দরুণ এই ভুল হয়েছে। সেই ভুল দ্রুততার সঙ্গে শুধরে নেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে যথোপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, বিএলও শুকদেব পান্ডা বলেন, কাজের যথেষ্ট চাপ ছিল। রাত জেগেও কাজ করতে হয়েছে। চোখেরও সামান্য সমস্যা হচ্ছিল। তার জেরেই হয়তো অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে। আমি ইতিমধ্যে শোকজের যথাযথ উত্তর দিয়েছি। 
  • Link to this news (বর্তমান)