একের পর এক উৎসব, অনুষ্ঠান জেলা পুলিশের সব কর্মীর ছুটি বাতিল
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, সিউড়ি: গত ১৮ ডিসেম্বর রাজ্যজুড়ে জেলা পুলিশের সমস্ত কর্মীর ছুটি বাতিলের নির্দেশ দেন রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা)। তবে জরুরি ক্ষেত্রে ছুটি দেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু সেই সময়ে একদিকে বোলপুরের পৌষমেলা, পৌষ সংক্রান্তিতে জয়দেব কেন্দুলির মেলা এবং গঙ্গাসাগর মেলা রয়েছে, তাই হয় তো এই নির্দেশিকা, বলে মনে করছেন জেলা পুলিশের শীর্ষকর্তাদের একাংশ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আসন্ন নানা ধরনের অনুষ্ঠান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে, ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কোনও পুলিশ কর্মীর ছুটি মঞ্জুর করা যাবে না। যে সমস্ত পুলিশ কর্মীরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও ২৪ ডিসেম্বরের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামনেই একাধিক উৎসব রয়েছে। বীরভূম জেলায় ইতিমধ্যেই পৌষমেলা শুরু হয়ে গিয়েছে। এই মেলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুরের পৌষমেলার জন্য আড়াই হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। বাইরের জেলা থেকেও পুলিশ আনা হয়েছে। তবে কেবল পৌষমেলা নয়, সামনেই ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস। সেই উৎসবকে কেন্দ্র করেও প্রচুর মানুষ মেতে ওঠেন। এছাড়া ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারিতেও নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।সেই সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল পৌষ সংক্রান্তিতে এই জেলায় বিখ্যাত জয়দেব কেন্দুলির মেলা। সেখানেও পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত জয়দেব কেন্দুলির মেলা হবে। স্বাভাবিকভাবেই সেই সময় ওই এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করতে হয়। একই সঙ্গে সেই সময় রয়েছে গঙ্গাসাগর মেলা। সেখানেও প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করতে হয় সরকারকে। স্বাভাবিকভাবেই এই সময়ে প্রচুর সংখ্যক পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে। এই সব দিক মাথায় রেখে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, রাজ্য থেকে এই নির্দেশ এসেছে।