ক্রিসমাস ইভ ও বড়দিনে শহরের একাধিক রাস্তা বন্ধ, পণ্যবাহী গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণ
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিন উপলক্ষ্যে শহরে মানুষের ভিড় সামলাতে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বরের জন্য এই নির্দেশিকা কার্যকর থাকবে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। প্রয়োজনে গোটা রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে।
ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত ময়দান, পার্ক স্ট্রিট, ধর্মতলা, ক্যামাক স্ট্রিট সহ দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। পরেরদিন অর্থাৎ, ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর ভোররাত পর্যন্ত ট্রাফিক পুলিশের ছাড়পত্র না পাওয়া শহরে পণ্যবাহী যানের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, স্ট্র্যান্ড রোড এবং এসপ্ল্যানেড ক্রসিং থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। পণ্যবাহী গাড়িগুলিকে বিকল্প হিসেবে সেন্ট জাজেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
বড়দিনের মূল আকর্ষণ পার্ক স্ট্রিট এলাকায় ২৫ ডিসেম্বর যান চলাচলে বড়ো বদল আনা হয়েছে। জহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট পর্যন্ত পার্ক স্ট্রিট এবং গোটা মিডলটন স্ট্রিট সব ধরনের যানবাহনের জন্য বন্ধ থাকবে। রাসেল স্ট্রিটে কোনও গাড়ি ঢুকতে পারবে না। এছাড়া হো-চি-মিন সরণি, কুইন্সওয়ে এবং এলিয়ট রোডেও প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিটগামী বাস বা ছোটো গাড়িগুলিকে মেয়ো রোড, রফি আহমেদ কিদওয়াই রোড বা ক্যামাক স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাফিক পুলিশের। যানজট মুক্ত রাখতে পার্ক স্ট্রিট, উড স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বড়দিনে জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট মন্দির, বিড়লা প্ল্যানেটোরিয়াম ও নিউ মার্কেট চত্বরে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে পুলিশ বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবে। উৎসবের দিনগুলিতে পথচলতি মানুষের সুবিধার্থে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা পরিস্থিতি বুঝে যেকোনও যান চলাচলের রাস্তা বদল করতে পারেন। ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে পুনরায় উভয়মুখী যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।