বাংলাদেশের অশান্তির আঁচ মহানগরেও, উপ দূতাবাসের কাছে গেরুয়া বিক্ষোভ, সামলাতে লাঠিচার্জ
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের অশান্তির আঁচ এসে পড়ল কলকাতাতেও। মঙ্গলবার দিনভর অভিযান চলে বেকবাগানের বাংলাদেশ হাই কমিশনের দপ্তরে। সকালের দিকে সঙ্ঘপন্থী একাধিক সংগঠন শিয়ালদহ থেকে মিছিল করে হাই কমিশনের উদ্দেশে রওনা হয়। বেকবাগানে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। যার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তীব্র যানজটের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। বিকেল পর্যন্ত এক্সাইড মোড় থেকে পার্ক সার্কাস যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি সহ সঙ্ঘ ঘনিষ্ঠ একাধিক সংগঠন মিছিল করে। উপ হাইকমিশনের আগেই মিছিল বেকবাগানে এলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হতে হয় তাঁদের। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। গেরুয়া ঝান্ডা নিয়ে ব্যারিকেডের উপরেও তাঁরা উঠে পড়েন। যার ফলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। ঝরেছে রক্তও। তার জেরে পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্র সদন থেকে পার্ক সার্কাসগামী রাস্তা বন্ধ রাখা হয়। সব বাস মল্লিকবাজার দিয়ে ঘুরিয়ে পার্ক সার্কাস নিয়ে যাওয়া হয়। কাজ থেকে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে। পুলিশ জানিয়েছে, ঘোষিত অনুষ্ঠান থাকায় এলাকায় উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। পুলিশের দাবি, আন্দোলনকারীরা স্বারকলিপি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা ব্যারিকেড ভেঙে হাই কমিশনে যাওয়ার চেষ্টা করতেই ঝামেলা বাধে। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে ৭-৮ জন আহত হয়েছেন। ১৯ জনকে গ্রেফতার করে লালবাজারের কেন্দ্রীয় লকআপে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসের বাইরে বিশৃঙ্খলা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ ইস্ট ডিভিশন) ভোলানাথ পান্ডে বলেন, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত দাবি ভাইরাল করা হয়েছে। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড টপকানোর চেষ্টা করে। সরকারি গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু বলপ্রয়োগ করা হয়েছে। কিন্তু, এর জেরে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, এদিন বিকেলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে এন্টালি মার্কেট থেকে বেকবাগান পর্যন্ত মিছিল করে সমস্ত বামদলগুলি। নিজস্ব চিত্র