• মমতার নির্দেশে ২৬ ডিসেম্বর মেগা বৈঠক করবেন অভিষেক
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • রাহুল চক্রবর্তী, কলকাতা: ‘ব্যক্তির থেকে দল বড়। দল শক্তিশালী হলে আপনার যোগ্যতাও সঠিকভাবে মূল্যায়ণ হবে। তাই আগামী তিন মাস নেমে পড়ুন ভোট যুদ্ধে। জমিদারদের হাত থেকে বাংলা রক্ষা করার লড়াই আমাদের’— এই বার্তাটাই এবার দলীয় বৈঠকের মাধ্যমে স্পষ্টভাবে জানান দিতে চলেছে তৃণমূল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী ২৬ ডিসেম্বর সাংগঠনিক বৈঠক করে দলের নির্দেশ ও বার্তা তুলে ধরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেলে দলের পদাধিকারী ও ভোট ম্যানেজারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল সেনাপতি। একগুচ্ছ কর্মসূচি ঘোষণা হতে পারে।

    সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এসআইআর পর্বে তৃণমূলের বিএলএ’দের কী করণীয়, সে সম্পর্কে নির্দেশ দেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দেন, এখন সময় হল, এসআইআর প্রক্রিয়ায় পুরোমাত্রায় নজরদারি এবং মানুষের পাশে থাকার। 

    ওই সভা থেকে মমতা ঘোষণা করেছিলেন, কয়েকদিনের মধ্যে অভিষেক একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকটি হতে চলেছে আগামী ২৬ ডিসেম্বর। এখনও পর্যন্ত যা খবর, ওই দিন পাঁচ হাজারের বেশি তৃণমূলের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছর শেষ হওয়ার আগে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে উন্নয়নের পাঁচালি নামে যে রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, সেটাই এবার বৃহৎ মাত্রায় প্রচার করা হবে। পাড়া,গলি, মহল্লা, গ্রাম, শহর— সর্বত্র উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি নেওয়া হবে। মানুষের দুয়ারে আরও বেশি মাত্রায় পৌঁছনোই লক্ষ্য। সেখানে তৃণমূল তুলে ধরবে, বাংলার সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি তহবিল থেকে অর্থ সাহায্য করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই বাংলা বিরোধী বিজেপির মুখোশ এবার খুলে দিতে হবে।

    দ্বিতীয়ত, ২৬ তারিখের বৈঠক থেকে ভোট যুদ্ধের বার্তা দেওয়া হবে। মনে করা হচ্ছে, সেদিন বলা হবে, হাতে আর সময় নেই। এখনই ভোট যুদ্ধে নেমে পড়তে হবে। কোনওভাবে সময় নষ্ট নয়। আগামী তিন-চার মাস অগ্নিপরীক্ষা। আনন্দ-ফূর্তির সময় অনেক পাওয়া যাবে, কিন্তু এখন মূল লক্ষ্য ছাব্বিশের ভোট। তৃণমূলের স্পষ্ট বার্তা, দল শক্তিশালী হলে, আপনার দিকটাও দেখা হবে। কিন্তু এখন দলের জন্য পুরোমাত্রায় নেমে পড়া। কোনওরকম দ্বন্দ্ব-বিবাদ যেন না থাকে।
  • Link to this news (বর্তমান)