• মৈপীঠে ম্যানগ্রোভ কেটে ভেড়ি, ইকো পার্ক তৈরির অভিযোগ
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: দিনের বেলায় নির্বিচারে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি ও ইকো পার্ক তৈরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মৈপীঠে, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাটে, ঠাকুরান নদীর চর এলাকায়। অভিযোগ, এর পিছনে মদত আছে কুলতলি ব্লক তৃণমূল সভাপতি পিন্টু প্রধানের। যদিও পিন্টুবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, গঙ্গার ঘাট এলাকাকে সাজিয়ে তোলা হচ্ছে। এতেই বিরোধীরা অপপ্রচার করছে। আমরা ম্যানগ্রোভ কাটছি না। তাছাড়া পরে এই জায়গায় আরও বৃক্ষরোপণ করা হবে। অন্যদিকে, জয়নগর ১ নম্বর ব্লকের খাকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের জন্য বহু বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। যদিও জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস বলেন, গাছ কাটার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

    মৈপীঠের গঙ্গার ঘাট এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর এলাকায় ম্যানগ্রোভ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু মৈপীঠ নয়, কুলতলিতেও একাধিক জায়গায় ম্যানগ্রোভ কেটে ভেড়ি নির্মাণ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, এর প্রতিবাদ করতে গেলে আমাদের হেনস্তা করা হবে। এই কারণে অনেকে চুপ হয়ে আছেন।

    এনিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সিদ্ধান্ত হয়েছিল এখানে একটা জায়গায় ইকো পার্ক ও মাছের ভেড়ি হবে। তাই গাছ কাটা হবে। সেই মতই কাজ হয়েছে। পুলিশ থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত, সবাই এই বিষয়ে অবগত আছে। অন্যদিকে, জয়নগর ১ নম্বর ব্লকের খাকুড়দহ পঞ্চায়েত এর মনসাতলা থেকে গোয়ালবেড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে। সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে এই কাজ করা হচ্ছে। কিন্তু এই রাস্তা নির্মাণের জন্য বহু বড় বড় গাছ কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বিচারে গাছ না কেটে অল্প কিছু গাছ কেটে রাস্তা তৈরি করা যেত। যদিও খাকুড়দহ পঞ্চায়েতের প্রধান সমীর বৈদ্য বলেন, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় খানিক মাটি, অর্ধেক ইট ছিল। কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য গাছ কাটা একান্ত দরকার ছিল। তাই টেন্ডার ডেকে গাছ কাটা হয়েছিল।  মৈপীঠে কাটা হয়েছে ম্যানগ্রোভ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)