• কলকাতার সব ট্রাফিক গার্ডে রাতে থাকতেই হবে একজন ইনস্পেকটর
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থানার পর এবার ট্রাফিক গার্ড। কলকাতা শহরের প্রতিটি ট্রাফিক গার্ডে রাতে একজন করে ইনস্পেকটর বাধ্যতামূলকভাবে থাকতে হবে। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও সোমবার রাত থেকেই এই নয়া ব্যবস্থা চালু করেছেন।

    এতদিন কলকাতা পুলিশের ২৫টি ট্রাফিক গার্ডে রাতে দু’জন সার্জেন্ট,   হোমগার্ড এবং কনস্টেবল মিলিয়ে মেরেকেটে মোট চারজন পুলিশকর্মী উপস্থিত থাকতেন। এবার সেই তালিকায়  যোগ হলেন একজন ইনস্পেকটর।  কেন এই নয়া পদক্ষেপ? 

    কলকাতা ট্রাফিক পুলিশের এক সূত্র জানাচ্ছে,  ‘মূলত রাতের কলকাতাতে  বড়ো পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সমস্যা তৈরি  হলে, সামাল দেবেন এই ইনস্পেকটররা। তারজন্যই ট্রাফিক গার্ডগুলিতে সপ্তাহজুড়ে দিনরাত ইনস্পেকটরের উপস্থিতি বাধ্যতামূলক করতে চাইছে লালবাজার। তবে লালবাজারের এক সূত্র জানাচ্ছে, রাতের কলকাতায় মদ্যপ চালকদের দাপাদাপি রোখার পাশাপাশি বাইক-রেসিং, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করার লক্ষ্যে এই নয়া ব্যবস্থা চালু করছেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা।

    উল্লেখ্য, গৌতমমোহন চক্রবর্তী কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন কলকাতার প্রতিটি থানাতে ওসি বা অ্যাডিশনাল ওসির মধ্যে একজনকে রাতে থানাতে বাধ্যতামূলক করছিলেন। যা নিয়ে সেসময় ওসিদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও সেই রুটিন এখনও মেনে চলা হয় কলকাতার থানাগুলিতে।

    স্বাভাবিকভাবে এবারও এই নয়া ব্যবস্থাকে ঘিরে ট্রাফিক গার্ডে চাপা অসন্তোষ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক গার্ডের এক সূত্র জানাচ্ছেন, কলকাতার ২৫টি ট্রাফিক গার্ডে গড়ে ওসি, অ্যাডিশনাল ওসি  সহ মোট ৩ থেকে ৭ জন করে ইনস্পেকটর রয়েছেন। একজন ইনস্পেকটরকে নাইট ডিউটি করতে হলে, দিনের বেলা ইনস্পেকটরের সংখ্যা কমে পাবে। কারণ, নাইটের দিনের পাশাপাশি পরদিন ডে অফে তাঁর সার্ভিস পাবে না গার্ড। এতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা ট্রাফিকের একাংশের। কারণ, মূলত দিনের বেলা ট্রাফিককের চাপ থাকে। দ্বিতীয়ত, রাতে ট্রাফিক গার্ডে ফোর্স না দিয়ে শুধু একজন ইনস্পেকটর রেখে কতটা লাভজনক হবে তা নিয়েও সন্দিহান ট্রাফিক গার্ডের সঙ্গে যুক্ত অফিসাররা। 
  • Link to this news (বর্তমান)