আমেরিকায় H-1B ভিসার ক্ষেত্রে লটারি প্রক্রিয়া বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। এ বার থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে দক্ষ, উচ্চ বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুন নিয়মটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। বুধবার সকাল থেকেই ফ্লাইট পরিষেবা ব্যাহত। দৃশ্যমানতা কমে যাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।
ইতিহাস গড়তে চলেছে ভারতের ‘বাহুবলী’ রকেট। ইসরোর হেভিওয়েট চ্যাম্পিয়ন লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (LVM3) বুধবার সকালে তার অষ্টম মিশনে যাত্রা শুরু করবে। আমেরিকার BlueBird 6 স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে এই রকেট। শ্রীহরিকোটা থেকে সকাল ৮টা ৫৪ মিনিটে উৎক্ষেপণের সময় জন্য নির্ধারিত ছিল। নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য জুড়ে তাপমাত্রার পতন শুরু হয়েছে। রাতের পারদ ফের নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রাও এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম থাকায় বড়দিনের প্রাক্কালে কলকাতা-সহ গোটা রাজ্যে শীতের আমেজ জমে উঠেছে। আগামী সাতদিন আবহাওয়া থাকবে শুষ্ক। ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা, ফলে শীতে কাঁপুনি ধরার আগাম ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে, তবে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।