• উচ্ছেদ ঘিরে অগ্নিগর্ভ অসম, বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির, বুধবার আর কী খবরে নজর?
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • অবৈধ দখলদারদের উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল অসমের পশ্চিম কার্বি আংলং জেলা। অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে আপাতত খবর। আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়েছে।বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    উত্তপ্ত বাংলাদেশ। মঙ্গলবার সকালে ঢাকা ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরে, রাতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। দুই দেশের এই চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভারত সরকারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয় কি না, সেই দিকে নজর থাকবে।

    জেফ্রি এপস্টিন সংক্রান্ত প্রকাশিত নথিপত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ হাই-প্রোফাইল ব্যক্তিদের নাম জড়িয়ে বহু তথ্য সামনে আসছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে চর্চা অব্যাহত।

    আজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থাকবেন। সকাল ১০ টায় সমাবর্তন শুরু হওয়ার কথা। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে।

    ইন্ডিয়ান উইমেন্স লিগের যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ়ের অধীনে মাদুরাইয়ের সেতু এফসির বিরুদ্ধে রয়েছে তাদের প্রথম ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ।

  • Link to this news (এই সময়)