• হুমায়ুনের জোটবার্তাকে গুরুত্বই দিচ্ছে না সিপিএম, কংগ্রেস
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সোমবার দল ঘোষণার আগেই ২০২৬–এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জোটবার্তা দিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ও সিপিএমের সঙ্গে কোন ফর্মুলায় আসন সমঝোতা করতে চান, সে কথাও ঘোষণা করেছেন। কংগ্রেসকে ৯টি এবং সিপিএমকে ৩টি আসন ছাড়তে চান তিনি। যদিও হুমায়ুনকে নিয়ে কংগ্রেস ও আলিমুদ্দিন স্ট্রিটের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বহুবার দলবদল করা এই নেতার কথাকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের দুই বিরোধী দল। মুর্শিদাবাদে কংগ্রেসের মূল চালিকা শক্তি হলেন অধীর চৌধুরী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এই নেতা হুমায়ুনের অ্যাজেন্ডা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন। বহরমপুরে অধীর এ দিন বলেন, ‘পার্টি তৈরি করার অধিকার সবার আছে। কিন্তু এখানে মসজিদ দূরে চলে গিয়ে পার্টি আগে চলে আসছে বলে আমার মনে হচ্ছে। শুধু পার্টি নির্মাণ নয় প্রার্থীও ঘোষণা করা হচ্ছে। তা হলে কি পার্টি তৈরি করার জন্য এই মসজিদ নির্মাণের প্রকল্প?’

    পশ্চিমবঙ্গে কংগ্রেস কার সঙ্গে নির্বাচনী সমঝোতা করবে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে এখনও অধীরের বড় ভূমিকা রয়েছে। হুমায়ুনের কাজকর্ম দেখে অধীরের মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভরতপুরের বিধায়কের নয়া দলের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী নন। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘হুমায়ুন কবীর দল ঘোষণা নিজের নামের সঙ্গে মিল রয়েছে এমন ব্যক্তিদের খুঁজে খুঁজে কয়েকজনকে প্রার্থী করেছেন। সবাই বুঝতে পারছে অ্যামেচার মনোভাব নিয়ে উনি চলছেন। উনি ২৯৪ আসনেই প্রার্থী দিন।’

    সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা, হুমায়ুন কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে ফের কংগ্রেস, সেখান থেকে বিজেপি, বিজেপি থেকে ফের তৃণমূল হয়ে এখন নতুন দল ঘোষণা করেছেন। একজন নেতা কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছেন, বিজেপির টিকিটে ভোটে লড়েছেন, তৃণমূলের টিকিটেও ভোটে লড়েছেন। হুমায়ুনের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই ওঠে না বলে আলিমুদ্দিন স্ট্রিটের বক্তব্য। হুমায়ুন শেষ পর্যন্ত কী রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারছেন, সে দিকে নজর রাখছে প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের এক প্রথম সারির নেতার পর্যবেক্ষণ, ‘হুমায়ুন যদি কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে সমঝোতা করতে পারে তা হলে সংখ্যালঘু এলাকায় প্রভাব ফেলতে পারবে। অন্যথা হুমায়ুন নিজে রেজিনগরে জিততে পারবে কি না, বলা কঠিন।’

  • Link to this news (এই সময়)