• জীবিতকে মৃত, প্রয়াতকে প্রাণ! BLO-কে শো-কজ় পুরুলিয়ায়
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, পুরুলিয়া: বহাল তবিয়তে বেঁচে থাকা এক ভোটারকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ায় মৃত বলে দেখানো, পাশাপাশি এক মৃত ভোটারকে জীবিত দেখানোয় শো-কজ করা হলো এক বুথ লেভেল অফিসারকে (বিএলও)। তাঁর নাম সুকুমার পান্ডা। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, বলরামপুর ব্লকের এক বিএলওকে সোমবার শো-কজ করা হয়েছে। জেলাশাসক সুধীর কণ্ঠম বলেন, 'এক বিএলও ম্যাপিংয়ে জীবিত ভোটারকে মৃত বলে দেখানোয় খসড়া তালিকায় তাঁর নাম মৃত বলে উঠেছে। যে বিএলও দায়িত্বে ছিলেন তাঁকে শো-কজ করা হয়েছে।'

    বলরামপুরের হাসপাতাল পুরোনো হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা এক ভোটারের নাম প্রাথমিক খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। এই এলাকার বাসিন্দা গুলাম রসুল খলিফা বলরামপুর ২২৩ নম্বর বংশীধর প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। এলাকার একটি দোকানে কাজ করেন। ওই ভোটার বলেনন, 'খসড়া তালিকা প্রকাশের পরে জানতে পারি আমাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। কী ভাবে এমন হলো, তা জনতে চেয়ে পরিচিতদের অনেকে ফোনও করছেন।'

    একই বুথের অন্য এক মহিলা ভোটারের নাম যিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন, তাঁকে জীবিত দেখানো হয়েছে। সেই মহিলার পরিজনরা বলছেন, 'পাঁচ বছর আগে উনি মারা গিয়েছেন। রেশনকার্ডও জমা করা হয়েছে। তা হলে কী ভাবে উনি জীবিত হলেন।' বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী বলেন, 'ওই বুথের বিএলওকে শো-কজ় করা হয়েছে। তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।' বিএলও সুকুমার বলেন, 'শো-কজের চিঠি পেয়েছি। উত্তরও দিয়েছি।' জেলাশাসক বলেন, 'শো-কজের জবাব পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।'

  • Link to this news (এই সময়)