• বৃহন্মুম্বই পুরসভার ভোটে জোট বাঁধলেন রাজ ও উদ্ধব থ্যাকারে, নতুন রাজনৈতিক সমীকরণ বাণিজ্য নগরীতে
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • মুম্বই, ২৪ ডিসেম্বর: মারাঠাভূমে নতুন রাজনৈতিক অঙ্ক। দীর্ঘ কুড়ি বছর বাদে ফের একসঙ্গে রাজ ও উদ্ধব থ্যাকারে। আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভার ভোট। তার আগেই হাতে হাত মিলিয়ে লড়াই করার জন্য এগিয়ে এলেন রাজ ও উদ্ধব। যদিও তাঁরা যে জোট বাঁধছেন সেটি আগেই ঘোষণা করেছিলেন এমএনএস প্রধান রাজ ও শিবসেনা প্রধান উদ্ধব। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। যা আজ, বুধবার হয়ে গিয়েছে। এদিন রাজ ও উদ্ধব দু’জনে মিলে প্রথমে মুম্বইয়ের শিবাজী পার্কে যান। সেখানে বালাসাহেব থ্যাকারের স্মৃতিসৌধতে মাল্যদান করেন।তারপরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন থ্যাকারে পরিবারের দুই নেতা। যদিও কত সংখ্যক আসনে তাঁরা লড়বেন সেই বিষয়ে কোনও ঘোষণা এদিন হয়নি। তবে রাজ জানিয়েছেন, বৃহন্মুম্বই পুরসভায় এবার মারাঠি মেয়র হবে, আর সেটা তাঁদের জোট থেকেও কেউ নির্বাচিত হবেন। তবে উদ্ধব থ্যাকারে জানিয়েছেন, নাসিক পুরসভার নির্বাচনের জন্য আসন সমঝোতা হয়ে গিয়েছে। সেখানেও ভোট আগামী ১৫ জানুয়ারি। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ বলেন, ‘মারাঠিরা যা চেয়ে এসেছে সেটাই পাবে।’ তবে অন্য কোনও দল তাঁদের সঙ্গে জোট করতে চাইলে সেই রাস্তাও খোলা রয়েছে বলে জানিয়েছেন শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারে। রাজনৈতিক মহলের ধারণা, মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই জোট বেঁধেছেন থ্যাকারে পরিবারের দুই প্রধান। যদিও ভোটের ময়দানে কতটা সাফল্য পাবে তাঁদের এই জোট সেটা সময় বলবে। মহারাষ্ট্রে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ও জেলা পরিষদের নির্বাচনে যেভাবে বিরোধী জোটের ভরাডুবি হয়েছে সেই ধাক্কা সামলে বৃহন্মুম্বই পুরসভায় কতটা সফল হবে রাজ-উদ্ধব জুটি, সেই দিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল।তবে বালাসাহেবের পরিবারের দাপট রয়েছে মুম্বইতে। সেই কথা মাথায় রেখে, বৃহন্মুম্বই পুরসভার ভোটে একজোট হয়েছেন রাজ-উদ্ধব, এটা আর বলার অবকাশ রাখে না। এবার তাঁদের সঙ্গে কংগ্রেস ও শারদ পাওয়ারের এনসিপি হাত মেলায় কিনা সেটাই দেখার। 
  • Link to this news (বর্তমান)