পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি: চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গতকাল, মঙ্গলবার শুনানি শেষ হয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে। আজ, বুধবার সকাল সাড়ে ১০টায় সেই মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিটের ডিভিশন বেঞ্চ। যাতে নির্দেশ দেওয়া হয়েছে, আপাতত ৩১৩ জনের চাকরি বাতিল নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে রায় দেওয়া হয়েছে, তার উপর তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি থাকবে। যার ফলে স্বস্তিতে ওই ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকা।জিটিএ’র অধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয় উচ্চ আদালতে। যা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ সম্প্রতি ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। ওই মামলার শুনানি শেষ হয় গতকাল। আজ, বুধবার সেই মামলার রায় ঘোষণা করা হয়। রাজ্যের তরফে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, ২০১৭ সালে মন্ত্রিসভার অনুমোদন ও অর্থদপ্তরের সবুজ সংকেত নিয়ে ৪২৭ জন ভলান্টিয়ার শিক্ষককে রেগুলারাইজড করা হয়। ৩১৩ জন শিক্ষক বাকি ছিলেন। নীতিগতভাবে তাঁদেরও রেগুলারাইজড করার পক্ষে রাজ্য। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।