• গ্লেনারিসের পানশালা সংক্রান্ত মামলায় বিশেষ নির্দেশ
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দার্জিলিংয়ের গ্লেনারিস পানশালা মামলায় সাময়িক স্বস্তি কর্তৃপক্ষের। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত পানশালা চালু রাখার নির্দেশ দিল। যদিও মামলাটি ৫ জানুয়ারি আবারও সার্কিটে উঠবে। আজ, বুধবার বিকেল পাঁচটার মধ্যে গ্লেনারিসের পানশালা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিধি না মানার অভিযোগ এনে গত ৪ ডিসেম্বর আবগারি দপ্তর গ্লেনারিস পানশালার লাইসেন্স ৯০ দিনের জন্য সাসপেন্ড করে। গত ৮ ডিসেম্বর পানশালাটি সিল করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গ্লেনারিসের তরফে আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে এদিন আদালত ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিসের পানশালা চালু রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মামলাকারীর পক্ষের আইনজীবী এশা আচার্য।
  • Link to this news (বর্তমান)