• বিজেপির ‘হাওড়া ব্রিজ অবরোধ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংস খুনের ঘটনার তীব্র প্রতিবাদ চলছে ভারতে। সেই আঁচ এসে পড়েছে বাংলাতেও। গতকাল, মঙ্গলবার বেকবাগানে বাংলাদেশের উপ-হাইকমিশনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। আজ, বুধবার দীপু দাস সহ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা।আজ, বুধবার বিজেপির পূর্বঘোষিত ‘হাওড়া ব্রিজ অবরোধ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এদিন সকালে হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। এরপর রাস্তার উপর বসে পড়ে অবরোধ শুরু হয়। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এর জেরে দীর্ঘক্ষণ হাওড়া ব্রিজ ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেশ কিছুক্ষণ সেই অবরোধ চলে। যার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ ও তার সংলগ্ন একাধিক রাস্তা। 
  • Link to this news (বর্তমান)