বাতিল হবে হুমায়ুনের বিধায়ক পদ? JUP চেয়ারম্যানকে তলব করতে পারেন স্পিকার
প্রতিদিন | ২৪ ডিসেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: সোমবার নিজের নতুন দল ঘোষণা করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতার তবে বর্তমান অবস্থান কী, তা জানতে হুমায়ুনকে বিধানসভায় ডেকে পাঠানো হবে বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এ নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেছেন, “হুমায়ুন কবীরের বিধায়কপদ খারিজ নিয়ে কোনও আবেদন আমার কাছে জমা পড়েনি। পড়লে আমি তা নিয়ে জুডিশিয়াল নোটিস জারি করতে পারি। তবে তিনি যে নতুন কোনও রাজনৈতিক দল তৈরি করছেন সে বিষয়ে আমাদের কিছুই জানাননি।” একই সঙ্গে জানিয়েছেন, বিধায়ককে ডেকে এ নিয়ে ব্যাখ্যাও চাইতে পারেন অধ্যক্ষ।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওঁর অবস্থানটা কী? ওঁকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। সেই খবর জানি। বর্তমানে ওঁর অবস্থান হল বিধানসভার একজন নির্দল সদস্য। কিন্তু উনি যখন একটি দল তৈরি করে ফেলেছেন, তখন সে বিষয়ে আমি ওর কাছে ব্যাখ্যা চাইতেই পারি।”
বলে রাখা প্রয়োজন, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই ভরতপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন হুমায়ুন কবীর। যদিও পরে তা নিজেই খারিজ করে দেন। স্পষ্ট জানান, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এর মধ্যেই নয়া দল ‘জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন হুমায়ুন। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে সেই দলের হয়ে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই এবার অবস্থান জানতে চেয়ে হুমায়ুনকে তলব করতে চলেছেন স্পিকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।