• বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুড়ল কুশপুতুল
    প্রতিদিন | ২৪ ডিসেম্বর ২০২৫
  • বাবুল হক ও জ্যোতি চক্রবর্তী: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায়। বুধবার ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীরা খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান। স্লোগান ওঠে হিন্দু-হিন্দু ভাই, ভাই। বিশ্ব-সহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। মালদহের পাশাপাশি বনগাঁর ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় কুশপুতুল। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অসীম সরকার ও অন্যান্য নেতৃত্ব।

    নোহরপুর মুচিয়ায় সীমান্তে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠন। অবিলম্বে দিপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন তাঁরা। বিক্ষোভকারী জ্যোৎস্না সরকার বলেন, ” বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে। আমরা কাঁটাতার মানব না।” আরেক আন্দোলনকারী বলেন, ” বিশ্বের সব হিন্দু এক হও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনও বাধা মানব না। এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশে ইউনুস সতর্ক হও ।”

    মালদহের পাশাপাশি বনগাঁর পেট্রাপোল সীমান্তেও বিক্ষোভ দেখানে হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। সেখানে প্রতীকী কুশপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানানো হয়। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, “বাংলাদেশে যা পরিস্থিতি এখন প্রতিবাদ না তা ওপার বাংলা-সহ বিশ্বের জন্য বিপদ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক”
  • Link to this news (প্রতিদিন)