• মোবাইল ফোন খুঁজে দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ! গ্রেপ্তার টোটোচালক
    প্রতিদিন | ২৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেওয়ার নামে এক মহিলা যাত্রীকে ধর্ষণ করল টোটোচালক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ঘটনার তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুজয় মেহরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    রামপুরহাট পশ্চিমপাড়ার বাসিন্দা পেশায় টোটোচালক সুজয় মেহরা। আজ, মঙ্গলবার সকালে এক মহিলা উদ্বিগ্ন হয়ে ওই চালকের টোটোতে উঠেছিলেন। মহিলার উদ্বিগ্নতার কারণ জানতে চেয়েছিল ওই চালক। ওই মহিলা জানিয়েছেন, রেল স্টেশন এলাকায় তাঁর মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে। মোবাইল খুঁজে দেওয়ার কথা বলে ফের ওই যাত্রীকে স্টেশন এলাকায় নিয়ে যায় ওই চালক। অভিযোগ, মোবাইল খোঁজার নামে স্টেশন চত্বরের একটি পরিত্যক্ত ঘরে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়!

    কোনওরকমে ওই মহিলা ঘর থেকে পালিয়ে যান। রামপুরহাট থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত তদন্তে নামে। ওই অভিযুক্তও গা ঢাকার চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়ে ওই অভিযুক্তকে পাকড়াও করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে টোটোচালককে গ্রেপ্তার করা হয়। আজ, বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। ওই মহিলার শারীরিক পরীক্ষা হয়েছে বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)