• নিশা চট্টোপাধ্যায়ের জায়গায় আবুল হাসান, বালিগঞ্জের নতুন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের
    প্রতিদিন | ২৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশা চট্টোপাধ্যায়কে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের (Humayun Kabir) জনতা উন্নয়ন পার্টি (Janata Unnayan Party)। ওই আসনে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সম্পর্কে হুমায়ুনের মামা তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আবুল হাসান বলেন, “আমি রাজনীতি করার লোক নই। দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলছে দাঁড়াতেই হবে।” 

    তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম।

    রাত পেরনোর আগেই সিদ্ধান্ত বদল করে হুমায়ুন কবীর। তিনি জানান, জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানান, সোশাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এবিষয়ে হুমায়ুন কবীর বলেন, “আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।” নিশাকে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থী দিলেন তিনি। এপ্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন। সেটা আমি দেখে নেব। ওনাকে জেতানোর দায়িত্ব আমার।” প্রসঙ্গত, আবুল হাসান আদতে রেজিনগরের বাসিন্দা। তবে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন বেকবাগানে।
  • Link to this news (প্রতিদিন)