• ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার দ্বৈত আধিপত্যের ইতি? বদলাচ্ছে ভারতের আকাশ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • ভারতের আকাশে ইন্ডিগো এবং টাটা গ্রুপের দ্বৈত আধিপত্য কি এ বার শেষ হতে চলেছে? সাম্প্রতিক ইন্ডিগো সঙ্কটের পরেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের এভিয়েশন মার্কেটে প্রতিযোগিতা বাড়াতে আরও দু’টি নতুন বিমান সংস্থাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা NOC দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সংস্থা দুটি হলো— আল হিন্দ এয়ার (Al Hind Air) এবং ফ্লাইএক্সপ্রেস (FlyExpress)।

    কিছুদিন আগেই শঙ্খ এয়ার (Shankh Air) নামে আরও একটি সংস্থা এই ছাড়পত্র পেয়েছিল। সব মিলিয়ে তিনটি নতুন নাম ভারতের আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, যাত্রীদের স্বার্থে এবং বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে সরকার নতুন নতুন উড়ান সংস্থাদের উৎসাহ দিচ্ছে।

    সাম্প্রতিক সময়ে নতুন রোস্টারিং নিয়ম নিয়ে ইন্ডিগোর অভ্যন্তরীণ সঙ্কটের জেরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। যার জেরে ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। অবস্থা সামাল দিতে নতুন রোস্টারিং নিয়ম সাময়িক ভাবে শিথিল করতে বাধ্য হয়েছিল উড়ান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা DGCA। সেই সময়েই ভারতের আকাশে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার ডুয়োপলি অর্থাৎ, দ্বৈত আধিপত্য চর্চা শুরু হয়েছিল।

    বর্তমানে দেশের ৯০ শতাংশ উড়ান পরিষেবাই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দখলে। এর জেরেই ভারতীয় আকাশে ওই সঙ্কট তৈরি হয়েছিল বলে দাবি করেছিলেন সমালোচকরা। এমনকী এই দ্বৈত আধিপত্যের কারণেই ইন্ডিগোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না মোদী সরকার, এমনও দাবি করা হয়েছে। এ বার এই ‘ডুয়োপলি’ বা দ্বৈত আধিপত্য ভাঙতেই তড়িঘড়ি এই পদক্ষেপ করল সরকার বলে মনে করছেন বিমান পরিবহন বিশেষজ্ঞরা।

    ‘আল হিন্দ এয়ার’ সংস্থাটি কেরালার ‘আল হিন্দ’ গ্রুপের। আর ‘ফ্লাইএক্সপ্রেস’ হায়দরাবাদের কার্গো ও কুরিয়ার সংস্থা। সরকারি ভাবে তারা কিছু না জানালেও মনে করা হচ্ছে, মূলত আঞ্চলিক রুটগুলিতেই জোর দেবে তারা। ‘শঙ্খ এয়ার’ইতিমধ্যেই জানিয়েছে, তাদের মূল লক্ষ্য লখনৌ, বারাণসী, আগ্রা এবং গোরক্ষপুরের মতো উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে উড়ান সংযোগ স্থাপন করা।

    তবে NOC পাওয়া মানেই কাল থেকেই আল হিন্দ এয়ার এবং ফ্লাইএক্সপ্রেসের বিমান আকাশে ওড়া শুরু করে দেবে, তা নয়। এর পরে কঠিন ধাপ হলো DGCA-এর থেকে ‘এয়ার অপারেটর সার্টিফিকেট’ বা AOC অর্থাৎ লাইসেন্স পাওয়া। তবে বিশেষজ্ঞদের মতে, এই নতুন উড়ান সংস্থাগুলি বাজারে এলে উড়ানের টিকিটের দাম অনেকটাই কমতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতার বাড়লে যাত্রী পরিষেবার মানও উন্নত হবে।

  • Link to this news (এই সময়)