• ব্যারাকপুরে প্রশাসনিক ভবনের সামনে ড্রেন থেকে উদ্ধার যুবকের দেহ
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • দিনেদুপুরে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসের সামনে নর্দমা থেকে উদ্ধার যুবকের দেহ। অজ্ঞাত পরিচয় এই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার। এক ব্যক্তি টয়লেট করতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন। তিনিই সবাইকে খবর দেন। ছুটে আসেন স্থানীয়রা। ব্যারাকপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    ব্যারাকপুর প্রশাসনিক ভবন ও ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে একটি ড্রেন থেকে এ দিন দেহটি উদ্ধার করা হয়। কেউ খুন করে এখানে ফেলে গিয়েছেন নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু হয়েছে, তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ।

    নারায়ণ পান্ডে নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘এখানকার একজন কর্মী টয়লেট করতে গিয়ে দেখেন ড্রেনে একটা দেহ ভাসছে। উপুড় হয়ে পড়ে আছে। তিনিই এসে আমাদের জানান। এর পরে ব্যারাকপুর থানায় খবর দেওয়া হলে তারা এসে দেহটি উদ্ধার করে।’ প্রাথমিক ভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। ব্যারাকপুর পুলিশ মর্গে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)