কলকাতার বড়দিন মানেই পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। মাথায় সান্তা টুপি পড়ে ভিড় ঠেলে হেঁটেচলা। ক্রিসমাস ট্রি-র পাশে দাঁড়িয়ে সেলফি তোলা, রকমারি খানাপিনা তো আছেই। ক্রিসমাস ইভ থেকেই ভিড় বাড়তে শুরু করবে শহরের রাস্তায়। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় বাড়বে পার্কস্ট্রিট সংলঙ্গ রাস্তায়। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় হয়েছে, বুধবার ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত এবং পার্ক স্ট্রিট এবং ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী বৃহস্পতিবার বিকেল চারটে থেকে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ হবে। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
এছাড়াও পার্ক স্ট্রিট সংলগ্ন বেশ কিছু রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। স্ট্র্যান্ড রোড ধরে পূর্বগামী, ধর্মতলা পেরিয়ে দক্ষিণগামী গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হতে পারে। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বসু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে ঘুরিয়ে দেওয়া হতে পারে। হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর) ওয়ান ওয়ে রাখা হবে। এছাড়া রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
যানজট কমানোর জন্য বেশ কিছু জায়গায় নো পার্কিং করে দেওয়া হচ্ছে। ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট নো পার্কিং জ়োন থাকবে। কলকাতার রাস্তায় বুধবার থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। এছাড়াও ডেপুটি কমিশনার, অ্যাসিসট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা ডিউটিতে থাকছেন।