ভারতীয় সেনাবাহিনীর করণিক পদে সদ্য নিয়োগ হয়েছিলেন। ৩০ ডিসেম্বর নতুন চাকরিতে যোগদানের জন্য শনিবার কর্মস্থল বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক তরুণের। মৃতের নাম রাহুল সিংহ (২২)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার মুরালিপুকুর গ্রামে।
বুধবার ভোরে সুতি থানার চাঁদের মোড় টোল ট্যাক্সের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় আহত হয়েছেন রাহুলের সুদীপ দাসও। সুদীপকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, রাহুলের মতোই সেনায় করণিক পদে চাকরি পেয়েছেন সুতির পারুলিয়া গ্রামের বাসিন্দা সুদীপও। শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত জাতীয় সড়ক বরাবর দৌড়াতেন তাঁরা। বুধবার ভোরেও ওই রাস্তায় দৌড়চ্ছিলেন। সেই সময়ে পিছন থেকে এসে দ্রুতগতির একটি লরি তাঁদের ধাক্কা মারে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকালের দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সম্ভবত পিছন থেকে এসে লরি ওই দুই তরুণকে ধাক্কা মারে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক লরির সন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
সুদীপের কাকা রতনকুমার দাস জানান, ধাক্কা লাগার পরে প্রায় আধ ঘন্টা ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েছিলেন সুদীপ। পরে টোল ট্যাক্সের লোকজন তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য শনিবার কর্মস্থলে যাওয়ার কথা ছিল রাহুলের। আর সুদীপের যাওয়ার কথা ছিল রবিবার। কিন্তু তার আগে এই বিপদ ঘটে গেল।
আর, রাহুলের মা শান্তি সিংহ জানান, ছোট থেকেই রাহুলের স্বপ্ন ছিল ভারতীয় সেনায় কাজ করার। সেই সুযোগ এলেও তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হলো না। তিনি জানান, কুয়াশা থাকার কারণে এ দিন রাহুলকে দৌড়তে যেতে নিষেধ করেছিলেন তিনি। সেই কথা শুনলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না বলেও আক্ষেপ তাঁর।