• বড়দিনে কি দার্জিলিংয়ে তুষারপাত?
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে পাহাড়ে কি তুষারপাত হবে নাকি শুধু ঠান্ডাই অনুভূত হবে? জানা গিয়েছে, বড়দিনে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও ঠান্ডার আমেজ কিন্তু কমছে না। এই বিশেষ দিনে তুষারপাতের আনন্দ উপভোগ করতে ইতিমধ্যেই কিন্তু দার্জিলিং সিকিম–সহ বিভিন্ন এলাকাতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। 

    কিন্তু গত দু’‌দিন থেকে দার্জিলিং–সহ উত্তরবঙ্গের সমতল এলাকায় জাকিয়ে শীত পড়লেও দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানালেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি জানিয়েছেন দার্জিলিং–সহ উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব থাকবে। কিন্তু এখনই দার্জিলিংয়ে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সিকিমের উঁচু স্থানগুলিতে তুষারপাত হতে পারে। এমনটাই জানান তিনি। 

    ঠান্ডার ঝোড়ো ব্যাটিং দেখে প্রচুর পর্যটক বড়দিনে তুষারপাতের আশা করে দার্জিলিং বা সিকিমে ঘাঁটি গেড়েছেন।‌ জানা গিয়েছে, অধিকাংশ হোটেল বা হোমস্টে এই মুহূর্তে পর্যটক বোঝাই অবস্থায় আছে। একদিকে হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি অন্যদিকে যদি তার সঙ্গে তুষারপাত হয় তাহলে আর কে পায়! এককথায় ভ্রমণ সার্থক। ফলে বড়দিনে পাহাড়ে উপস্থিত সব পর্যটকেরই চোখ থাকবে আকাশের দিকে। কিন্তু দার্জিলিংয়ে যাঁরা আছেন তাঁদের কি সেই আশা পূরণ হবে, নাকি ঠান্ডার আমেজকেই উপভোগ করে ফিরে যেতে হবে? গোপীনাথবাবুর কথায়, দার্জিলিংয়ে শহর এলাকার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি’‌র আশপাশেই থাকার সম্ভাবনা বেশি। তাঁর কথায় স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট, শীত হাড়কাঁপানো হলেও তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে দার্জিলিংয়ে নেই। 

    প্রসঙ্গত, বড়দিনের আগেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য কমল শহরের তাপমাত্রা। বড়দিনের আবহে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

    বৃহস্পতিবার, বড়দিন থেকে আগামী দু’‌দিনে বাংলার সব জেলায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপরের তিনদিনে তাপমাত্রার আর কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ বড়দিনের আবহ থেকে বছরের শেষভাগ পর্যন্ত বাংলা জুড়ে শীতের ঝোড়ো ব্যাটিং চলবে। পাশাপাশি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

     
  • Link to this news (আজকাল)