২০২৪ লোকসভা নির্বাচনে BJP-র হয়ে তমলুক লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক বছর পর তাঁরই লোকসভা এলাকার নন্দীগ্রামে একাধিক জায়গায় পোস্টার পড়ল খোদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই বিরুদ্ধে।
ওই পোস্টারে প্রাক্তন বিচারপতির ছবি ব্যবহার করে লেখা রয়েছে, "সন্ধান চাই, নিখোঁজ, অভিজিৎ গাঙ্গুলি, এম পি -কে দেখেছেন??" আবার নীচে লেখা হয়েছে, "কোনও সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগনের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।" অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই পোস্টার ঘিরে নন্দীগ্রাম জুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
স্থানীয় বেশ কিছু মানুষ বলছেন, এই পোস্টার তাঁরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন। তাঁরা আরও বলছেন দীর্ঘদিন এই এলাকায় তাঁরা সাংসদকে দেখতে পাননি। সেই কারণেই এই ধরনের পোস্টার পড়েছে।
তৃণমূল নেতা সামসুদ ইসলামের দাবি, "ব্রিগেড ময়দানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া বিজেপি সর্মথকদেরকে মর্মাহত করেছে। তাই বিজেপিরই একটা গোষ্ঠী তাঁর বিরুদ্ধে এই ধরনের পোস্টার লাগিয়েছে।"
অপরদিকে বিজেপির বক্তব্য, নন্দীগ্রাম জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সোমবার নন্দীগ্রামের একাধিক জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রোগ্রামকে উদ্দেশ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।
রাজনৈতিকগতভাবে এই পোস্টার ঘিরে নন্দীগ্রামের তৃণমূল এবং বিজেপি নেতৃত্বরা একে অপরকে কাঁদা ছুড়তে শুরু করেছে। নিজের নিখোঁজ পোস্টার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, "কেউ যদি এই ধরনের পোস্টার লাগাতে চায় তো লাগাবে। সাংসদ বসে থাকেনা, এমপি ফান্ডের টাকায় নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এবং হচ্ছে। সতরাং কেউ যদি এম পি-কে দেখতে না পায়, আমি মনে করি তাঁদের চোখের ডাক্তার দেখানো উচিৎ। আমেরিকাতে গিয়ে ভালো করে তাঁরা চোখের চিকিৎসা করাক।"