বড়দিনে ভিড় সামলাতে বড় পরিকল্পনা মেট্রোর, মহিলাদের জন্য কী ব্যবস্থা?
আজ তক | ২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিনের আগে যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ নিল মেট্রো রেলওয়ে। ২৫ ডিসেম্বর মেট্রো যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। এই বিশেষ পরিকল্পনার আওতায় স্টেশনগুলিতে মোতায়েন করা হবে অতিরিক্ত RPF-ও। মূলত যাত্রীরা যাতে সহজে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা
বড়দিন উপলক্ষে সবচেয়ে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। মেট্রো রেলওয়ে সূত্রে খবর, এই স্টেশনে মহিলা ও শিশুদের সুবিধার্থে পর্যাপ্ত মহিলা RPF অফিসার ও কর্মী মোতায়েন করা হবে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য ২৫ তারিখে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বিশেষ দল স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে রাখা হচ্ছে। এছাড়া, আপৎকালীন অবস্থার মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের জন্য একটি কুইক রেসপন্স টিমকেও (QRT) বিশেষ ফোর্স হিসেবে তৈরি রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সর্বক্ষণ নজরদারি নিশ্চিত করার জন্য রিয়েল টাইম ভিত্তিতে সিসিটিভি-তে নজর রাখা হবে। এর জন্য সেন্ট্রাল কন্ট্রোলে পর্যাপ্ত কর্মী রাখা হচ্ছে। এছাড়া, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের জন্য লাউড হেলার, দড়ি ব্যবহার করা হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক মেট্রো স্টেশনে ডগ স্কোয়াডের সাহায্যেও নজরদারি করা হবে।
এই নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনেআর একজন অফিসার ও ৪ কর্মীর সাহায্যে আরেকটি বিশেষ দল মোতায়েন করা হবে। যাত্রীদের সঠিক পথ নির্দেশ দিয়ে সাহায্য করা হবে তাঁদের কাজ। এছাড়াও, পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করা হবে।