• সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোতে আবারও বঞ্চিত বাংলা
    দৈনিক স্টেটসম্যান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • রাজ্য সরকারের দাবি, প্রায় দু’শো বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে সশস্ত্র ও সাংস্কৃতিক সংগ্রাম গড়ে উঠেছিল, তার অগ্রভাগে ছিল বাংলা। বিপ্লবী আন্দোলন থেকে সাহিত্য, সংগীত ও চিন্তাধারায় স্বাধীনতার যে আগুন ছড়িয়েছিল, তার বড় অংশের জন্ম এই বাংলাতেই। সেই ইতিহাসই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে দেশের সামনে তুলে ধরতে চেয়েছিল রাজ্য।

    এই বছর পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম রাখা হয়েছিল ‘স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা’। ট্যাবলোয় তুলে ধরার পরিকল্পনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও মনীষীর ছবি। সঙ্গে থাকত দেশাত্মবোধক সংগীতের আবহ। বিশেষ গুরুত্ব পেত ‘বন্দেমাতরম’, যে গান বাংলার মাটিতে জন্ম নিয়ে গোটা দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা হয়ে উঠেছিল।

    রাজ্যের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এ বারের সাধারণতন্ত্র দিবসের মূল ভাবনায়ও ‘বন্দেমাতরম’-এর উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও বাংলার ট্যাবলো অনুমোদন না পাওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বারবার বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।

    কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর প্রশ্ন, ‘যাঁরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, যাঁদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, তাঁদের নিয়ে ট্যাবলো অনুমোদনের জন্য এত বৈঠকের কী প্রয়োজন? এটা কি সম্মান, না অপমান?’ তাঁর অভিযোগ, কেন্দ্রের এই টালবাহানা আসলে রাজনৈতিক দীনতা ও প্রতিহিংসাপরায়ণ মানসিকতারই প্রকাশ।

    রাজ্য সরকারের বক্তব্য, বাংলার বিপ্লবীরা কী ভাবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে ‘বন্দেমাতরম’ ধ্বনি তুলেছিলেন, কী ভাবে সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে স্বাধীনতার চেতনা ছড়িয়ে পড়েছিল, সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল ট্যাবলোর মূল উদ্দেশ্য। অথচ সেই ভাবনাকেই বারবার আটকে দেওয়া হচ্ছে।

    এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র হচ্ছে। সাধারণতন্ত্র দিবসের মতো সর্বভারতীয় অনুষ্ঠানে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জায়গা না দেওয়ার সিদ্ধান্তকে ‘ইচ্ছাকৃত বঞ্চনা’ বলেই ব্যাখ্যা করছে শাসকদল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)