নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্বশান্তির বার্তা মমতার
প্রতিদিন | ২৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য উৎসবের মতো ক্রিসমাসেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গান লিখলেন তিনি। আর নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন বাংলার প্রশাসনিক প্রধান। গানে গানে বিশ্বশান্তির বার্তা দেন তিনি।
৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটি হল:
শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে
এসো প্রভু সবার হৃদয় জুড়ে
তুমি যে শান্তির বাণী প্রচারে
দেখালে শান্তির পথ
তোমার অমৃতবাণী সম্ভারে
আমরা পেলাম সব
এসো পিতা ঘরে ঘরে
শান্তি দাও তুমি সবার তরে
তুমি বিশ্ব বিশ্বপিতা
আমাদের সবার নত মাথা
তোমার বাণী সবার তরে
শান্তি আসুক বিশ্ব জুড়ে
তোমার আশিস ঘরে ঘরে
বিশ্ব আসুক সবার ঘরে
লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম
তোমার বাণী সবার তরে
নতুন সূর্য আসুক ঘরে
বিশ্বপিতা, তুমি বিশ্বপিতা
বিশ্বপিতা, তুমি শান্তিদাতা
গানটির চিত্রায়ণে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে। বড়দিনে কচিকাঁচাদের সঙ্গে মমতার কাটানো সময়ের টুকরো ছবিও দেখা গিয়েছে ভিডিওতে।
উল্লেখ্য, রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। বিশেষত তাঁর সৃজনশীলতা চমকে দেওয়ার মতো। কবিতা-প্রবন্ধ লেখা, গান লেখা-সুর করা, ছবি আঁকার মতো কাজ তিনি সারাবছরই করেন। দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কালীপুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন নিজের লেখা গানে। ক্রিসমাসেও বজায় রইল একই ধারা। বছর শেষে উৎসবের আনন্দে গা ভাসানো রাজ্যবাসীকে গানে গানেই শুভেচ্ছা জানালেন তিনি।