• রীতি মেনে শুরু হল শান্তিনিকেতনের পৌষমেলা, প্রথম দিন থেকেই সেই চেনা ভিড়, মেলার মাঠ মিলনক্ষেত্র
    আনন্দবাজার | ২৪ ডিসেম্বর ২০২৫
  • শীতের মিঠে রোদ মেখে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষমেলা উৎসব। মঙ্গলবার রীতি মেনে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে চলতি বছরের পৌষমেলা ও পৌষ উৎসব শুরু হল।

    মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। বিশ্বভারতীর ছাত্রেরা সাদা ধুতি-পাঞ্জাবি, ছাত্রীরা শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরাও। উপাসনায় সংগীত পরিবেশন করেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকারা। ভোর থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং আধিকারিকেরা ছাতিমতলায় উপস্থিত হন।

    উপাসনাপর্বে শান্তিনিকেতনের ঐতিহ্য, ব্রাহ্ম ভাবধারা এবং পৌষ উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষ। শান্তিনিকেতনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি-সহ প্রশাসনের আধিকারিকেরা।

    এ বারের পৌষমেলা ছয় দিনের। অর্থাৎ, ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মাটির হাঁড়ি থেকে কাঁথা স্টিচের পোশাক, ডোকরার সাজ, শান্তিনিকেতনি ঝোলা— নানা জিনিসের সম্ভার নিয়ে ১৩৫০টি স্টল বসেছে মেলার মাঠে। তা ছাড়া এ বার শিক্ষা ভবন, কলাভবন, রবীন্দ্র ভবন, চিনা ভবন, ওয়ার্ল্ড হেরিটেজ সেল-সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে।
  • Link to this news (আনন্দবাজার)