• যাদবপুরে সমাবর্তনে রাজ্যপাল আসবেন কখন, চর্চা
    আনন্দবাজার | ২৪ ডিসেম্বর ২০২৫
  • দু’বছর পরে আসছেন তিনি। যাদবপুরের সমাবর্তনে আচার্য তথা রাজ‍্যপাল সি ভি আনন্দ বোস আসছেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে। আজ, বুধবার সকাল ১০টায় সমাবর্তন শুরুর কথা। প্রথমে আচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের পরে ধাপে ধাপে প্রাপকদের ডিগ্রি দেওয়া হবে। তবে রাজ‍্যপাল কেরলে গিয়েছিলেন বলে খবর। যাদবপুরের সমাবর্তনের সকালেই মুম্বই থেকে নামবেন তিনি। ফলে নির্ধারিত সময়ে তিনি এসে পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে নানা মহলে চর্চা চলছে। যদিও যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার বিবৃতি দিয়ে জানান, আচার্য নির্ধারিত সময়েই আসবেন। দু’বছর পরে স্থায়ী উপাচার্য থাকছেন যাদবপুরের সমাবর্তনে। প্রধান অতিথি, অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন-এর চেয়ারম্যান টি জি সীতারাম ইতিমধ্যেই চলে এসেছেন।

    এ বছর কলা বিভাগে ৯৪ জন, বিজ্ঞানে ১৩৩ জন, ইঞ্জিনিয়ারিংয়ে ১০৬ জন, ফার্মাসিতে ন’জন এবং অন‍্য বিষয়ে ৩১ জন পিএইচ ডি ডিগ্রি পাবেন। এ ছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে কলা বিভাগে ১৫৫৫ জন, বিজ্ঞানে ৫২৩ জন, ইঞ্জিনিয়ারিংয়ে ১২৯৫ জন এবং অন‍্য বিষয়ে ১৯০ জন ডিগ্রি পাবেন।
  • Link to this news (আনন্দবাজার)