• চার মাসের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল, বনগাঁয় শুরু হলো বাকি থাকা কাজ
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • তিন-চার মাসের অপেক্ষা। তার পরেই বনগাঁর বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। জল জীবন মিশন প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছিল আগেই। কিন্তু ৭০০ মিটার পাইপ লাইন বসানো নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। বনগাঁ পুরসভার দায়িত্ব নেওয়ার পরে বুধবার সেই কাজের সূচনা করলেন চেয়ারম্যান দিলীপ মজুমদার। তিনি বলেন, ‘চার মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বনগাঁর ১ লক্ষ ৩০ হাজার বাড়িতে পৌঁছে যাবে গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল।’

    বাংলার বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁতেও জোরকদমে চালু হয় কাজ। কিন্তু শহরের কাছাকাছি গঙ্গা না থাকায় নদিয়ার চাকদহ থেকে গঙ্গার জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসার পরিকল্পনা করে পুরসভা। সেই মতো কাজ শুরু হয়। জল মজুত রাখার জন্য তৈরি হয় চারটি রিজার্ভার।

    পুরসভা এলাকায় পাইপ লাইন বসানো হয়ে গেলেও, ৭০০ মিটারের কাজ থমকে ছিল। বনগাঁ-চাকদহ রোডের জাগ্রত মোড় থেকে মিলন পল্লির রিজার্ভার পর্যন্ত। এ দিন ওই পথেই পাইপ লাইন বসানোর কাজের উদ্বোধন করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার। পুরো কাজটা করবে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট। এর জন্য মোট খরচ ধরা হয়েছে ১০ কোটি টাকা।

    এই প্রসঙ্গে চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘গঙ্গার পরিশ্রুত পানীয় জল সরবরাহের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। বাকি ছিল এই ৭০০ মিটারের কাজ। আগামী তিন-চার মাসের মধ্যে বনগাঁ পুরসভার ১ লক্ষ ৩০ হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)