• দিল্লিতে ‘আক্রান্ত’ নির্যাতিতা ও তাঁর মা, শুনে অট্টহাসি উত্তরপ্রদেশের মন্ত্রীর, ‘বাড়ি তো উন্নাওয়ে...’
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিতের প্রতিবাদে ইন্ডিয়া গেটে গিয়েছিলেন নির্যাতিতা ও তাঁর মা। কিন্তু পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার এই কথা শুনে হাসিতে ফেটে পড়লেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর। হাসতে হাসতেই বলে দিলেন, ‘কিন্তু ওঁর বাড়ি তো উন্নাওয়ে...’। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

    মঙ্গলবার উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। এই খবরে ভেঙে পড়েন নির্যাতিতা এবং তাঁর পরিবার। ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু নির্যাতিতা এবং তাঁর মাকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

    এই ঘটনায় এ দিন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভরের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উত্তরে তিনি শুধু বলেন, ‘কিন্তু ওঁর বাড়ি তো উন্নাতয়ে...’। তার পরেই হাসিতে ফেটে পড়েন তিনি। এমন মন্তব্য সামনে আসতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। বিরোধীদের একাংশ বলছেন, ‘ইন্ডিয়া গেটের সেই সন্ধ্যা আর মন্ত্রীর হাসিই বলে দিচ্ছে রাজনীতি আর প্রশাসন কোথায় দাঁড়িয়ে রয়েছে।’

    ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সদস্য, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন উন্নাওয়ের নির্যাতিতা। তিনি বলেন, ‘রায় শোনার পরে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছিল। কিন্তু পরিবারের কথা ভেবে নিজেকে আটকাই।’ তাঁর সাফ কথা, ‘এমন একটি মামলায় যদি দোষী জামিন পেয়ে যান, তা হলে দেশের মেয়েদের নিরাপত্তা কে দেবে? এই রায় আমাদের কাছে মৃত্যুর সমান।’

    এ দিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন নির্যাতিতা। তাঁর আর্জি, ‘আমরা বাঁচতে চাই। উত্তরপ্রদেশে আমাদের নিরাপত্তা নেই। আমাদের পরিবারকে কোনও কংগ্রেস শাসিত রাজ্যে পুনর্বাসন দেওয়া হোক।’ একই সঙ্গে সেঙ্গারের জামিনকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টেও যেতে চান বলে জানিয়েছেন।

    রাহুল গান্ধী তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নির্যাতিতা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শীর্ষ আদালতে তাঁর হয়ে লড়ার জন্য সেরা আইনজীবীর ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি নির্যাতিতার স্বামী রাহুলের কাছে একটি ভালো চাকরির আবেদনও করেছেন। বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

  • Link to this news (এই সময়)