• নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০টি জায়গায় ট্র্যাফিক পোস্ট, বাড়বে ক্যামেরা
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ পরিকল্পনা করেছে প্রশাসন। শহরের পাশাপাশি গ্রামীণ শিলিগুড়ি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) এলাকার জন্যেও করা হয়েছে বেশ কিছু পরিকল্পনা। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি কাছারি রোডে পিডব্লিউডি বাংলোতে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিলিগুড়ি মেয়র গৌতম দেব, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গর, পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি (ট্র্যাফিক) কাজি শামসুদ্দিন আহমেদ, শিলিগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ রায় ছিলেন।

    নিরাপত্তার জন্য শিলিগুড়িকে ক্যামেরায় মুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন স্থানে আরও কত ক্যামেরা প্রয়োজন, সে জন্য ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। আইআইটি খড়গপুরও সমীক্ষা করে একটি রিপোর্ট জমা দেবে। এরপর ক্যামেরা বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বড় আকারের কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা রয়েছে। শহর ও শহরতলিতে বসানো সমস্ত ক্যামেরা মনিটরিং করা হবে সেই কন্ট্রোল রুম থেকে। রবীন্দ্রনগর, শিলিগুড়ি জংশন, চম্পাসারি, বাবুপাড়া, গোড়ামোড়-সহ জায়গায় নতুন ট্র্যাফিক আউটপোস্ট তৈরি হবে। নতুন করে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ও কর্মীকে এই ট্র্যাফিক আউটপোস্টগুলোর দায়িত্ব দেওয়া হবে।

    ডিসিপি বলেন, 'কমিশনারেটের অন্তর্ভুক্ত শহর এবং সংলগ্ন ১০টি জায়গায় নতুন ট্র্যাফিক আউটপোস্ট তৈরি করা হচ্ছে।' ১০ ফুটপাত দখলমুক্ত করতেও নেওয়া হবে একাধিক পরিকল্পনা। গত কয়েকদিন আগেই এই বিষয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে পুরসভাকে জানানো হয়। এরপরেই মেয়রের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মেয়র বলেন, 'শহরে পার্কিং সমস্যা সমাধানের জন্য একাধিক জায়গা দেখা হয়েছে। বহু জায়গায় সিসি ক্যামেরা বসানো রয়েছে। অত্যাধুনিক মানের আরো কিছু ক্যামেরা বসানো হবে।'

    শুধু শিলিগুড়ি নয়, এসজেডিএ এলাকার ময়নাগুড়ি, মালবাজার-সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশেও নতুন করে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। দুগ্গার বলেন, 'তুলনামূলক ছোট শহরগুলিতেও নিরাপত্তা জোরদার করতে পরিকল্পনা করা হয়েছে। সেই মতো সিসি ক্যামেরা বসানো ও অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ করা হবে।' এ দিন বৈঠক শেষে প্রশাসন প্রতিনিধিরা হকার্স কর্নারে দুই জায়গায় পার্কিংয়ের জন্য জায়গা দেখতে যান। সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলেন তাঁরা। এক জায়গায় ফাঁকা একটি জমির কোণে একটি ছোট টিনের চালার মন্দির দেখতে পাওয়া যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই মন্দিরকে সামনে রেখে জমিটি দখলে নেওয়ার চেষ্টায় রয়েছে একটি চক্র।

  • Link to this news (এই সময়)