জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে গুলি, মৃত এক আধিকারিক
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
শ্রীনগর: মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সেনা ছাউনির মধ্যে চলল গুলি। ঘটনায় সুরজিৎ সিং নামে এক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি রিয়াসি জেলায়। প্রাথমিকভাবে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছিল। পরে অবশ্য সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই সেনা আধিকারিককে তাঁর এক সতীর্থই গুলি করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফে শোকপ্রকাশ করা হয়েছে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারের সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সাম্বায় সেনার বারি ব্রহ্মণা ক্যাম্প থেকে গুলির শব্দ আসে। এরপরই শোরগোল পড়ে যায়। কয়েকজন জওয়ান দেখেন, গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছেন সেনা আধিকারিক সুরজিৎ। তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু বাঁচানো যায়নি। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ ওই সেনা ক্যাম্পেরই এক জওয়ান। জানা গিয়েছে, সেনা আধিকারিককে গুলি করে কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়েছেন জম্মুর ওই জওয়ান। তাঁর খোঁজে তল্লাশি চলছে। কী কারণে এই খুন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।