• সবথেকে ভারী উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • শ্রীহরিকোটা: ইসরোর মুকুটে জুড়ল আরও একটি নয়া পালক। বুধবার সকালে সফলভাবে ‘ব্লুবার্ড-৬’ নামের মার্কিন উপগ্রহকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিল ভারতীয় রকেট এলভিএম৩-এম৬। অত্যাধুনিক এই কৃত্রিম উপগ্রহটি নির্মাণ করেছে মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল। ব্লুবার্ডের ওজন প্রায় ৬ হাজার ১০০ কেজি। এর মাধ্যমে মহাকাশ থেকে সরাসারি যেকোনও সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড সিগনাল পাঠানো যাবে। এদিন সকাল ৮টা ৫৫ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে ‘বাহুবলী’। 

    এর আগে এত ভারী উপগ্রহ মহাকাশে পৌঁছয়নি কোনও ভারতীয় রকেট। বুধবার সেটাই করে দেখাল এলভিএম৩-এম৬। ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণনের কথায়, ‘এলভিএম৩-এম৬’এর মাধ্যমে সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে ব্লুবার্ড ব্লক-২। এটাই ছিল ভারতীয় রকেটের মহাকাশে পাঠানো সবথেকে ভারী স্যাটেলাইট। এটা এলভিএম৩’এর তৃতীয় সফল বাণিজ্যিক অভিযান।’ ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক গর্বের মাইলফলক।’ প্রথমে বুধবার সকাল ৮টা ৫৪ নাগাদ উপগ্রহ নিয়ে যাত্রা শুরুর কথা ছিল ‘বাহুবলী’র। শেষ মুহূর্তে উৎক্ষেপণ দেড় মিনিট পিছিয়ে দেওয়া হয়। ইসরো জানিয়েছে, মহাকাশে বর্জ্য ও গতিপথে থাকা অন্যান্য উপগ্রহের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত। উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উপগ্রহটি। -ছবি পিটিআই। 
  • Link to this news (বর্তমান)