নিজস্ব প্রতিনিধ, নয়াদিল্লি: খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) প্রশান্ত বর্মন। বুধবার দেশের শীর্ষ আদালতে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। কবে শুনানি, তা অবশ্য এখনও নিশ্চিত হয়নি। অথচ আজ বৃহস্পতিবারের মধ্যে প্রশান্তবাবুক আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফলে তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করে বাঁচতে চাইছেন বিডিও।
গত ২৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেক থেকে অপহরণ করে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। তবে খুনের ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রশান্তকে ধরা যায়নি। উল্টে বারাসত আদালত গত ২৬ নভেম্বর তাঁর আগাম জামিন মঞ্জুর করে। নিম্ন আদালতের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে পুলিশ হাইকোর্টে যায়। সেখানেই গত সোমবার হাইকোর্ট জানিয়ে দেয়, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্তকে আত্মসমর্পন করতে হবে। কিন্তু তিনি আত্মসমর্পন করেননি। আজকের মধ্যে তা করবেনও না। সেই কারণেই প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলেই আইনজীবীদের মত।