বাক স্বাধীনতা লঙ্ঘনের ১৪ হাজার ৮০০ ঘটনা দেশে, খুন ৮ সাংবাদিক
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ভারতে সংবাদমাধ্যম ও বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগজনক চিত্র সামনে এল একটি রিপোর্টে। ‘ফ্রি স্পিচ কালেকটিভ’ প্রকাশিত সেই রিপোর্টে দাবি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে ২০২৫ সালে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা ভঙ্গের ১৪ হাজার ৮৭৫টি ঘটনা ঘটেছে। খুন হয়েছেন ৮ জন সাংবাদিক ও এক সোশ্যালা মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইন্টারনেট পরিষেবা বন্ধ ও মোবাইল অ্যাপ্লিকেশন ব্লকের ঘটনা ঘটেছে ৩ হাজার ৭০টি। বাক স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ও কেরল।
ভারতের মুক্ত ভাবনা ও বাক স্বাধীনতার অধিকার ভঙ্গের বিভিন্ন ঘটনায় নজর রাখে ‘ফ্রি স্পিচ কালেকটিভ’। সংগঠনটির দাবি, চলতি বছরে শিক্ষাক্ষেত্রে স্বশাসনে বিধিনিষেধ, সিনেমায় সেন্সরশিপ, সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ, আদালতের বিতর্কিত নির্দেশ ও বাক স্বাধীনতা লঙ্ঘনে কর্পোরেট হস্তক্ষেপ সহ বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে ভারত। এজন্য ১১৭টি গ্রেফতারির ঘটনা ঘটেছে। ধৃতদের তালিকায় রয়েছেন আট সাংবাদিক। মুক্ত ভাবনা ও কণ্ঠরোধে ৪০টি হামলার ঘটনা চিহ্নিত করেছে ‘ফ্রি স্পিচ কালেকটিভ’। তার মধ্যে ৩৩টি হামলারই নিশানায় ছিলেন সাংবাদিকরা। এর মধ্যে ১৯টি হেনস্তার ঘটনা। বাকি ১৪টি ক্ষেত্রে সাংবাদিকদের কাজে বাধাদানের লক্ষ্যে হুমকির অভিযোগ রয়েছে। গোটা বছরে খুন হয়েছেন ৮ সাংবাদিক। দু’জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, হরিয়ানা, কর্ণাটক, ওড়িশা ও উত্তরাখণ্ডে একজন করে সাংবাদিক খুন হয়েছেন। ইউএপিএ-তে জেলবন্দি করে রাখা হয়েছে দুই সাংবাদিককে।