১০ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত ভদ্রক
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
ভদ্রক: নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন। ফের শিরোনামে বিজেপি শাসিত রাজ্য ওড়িশা। মঙ্গলবার রাতে ভদ্রকের বালিগাঁও এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় ১০ বছরের শিশুকন্যার রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে নাবালিকাকে। ঘটনায় তীব্র অসন্তোষ ছড়ায় এলাকায়। রাত থেকেই শুরু হয় প্রতিবাদ। বুধবার সকালে ক্ষোভে ফেটে পড়ে জনতা। অভিযুক্তের বাড়ি ও স্থানীয় একটি মদের দোকানে ভাঙচুর চালানো হয়। স্থানীয় থানা ঘেরাও করা হয়। অবরোধ করা হয় রাস্তাও। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। নির্দিষ্ট সময়ের পেরিয়ে গেলেও, বাড়ি ফিরে না আসায় রাতেই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। তারপরেই রক্তাক্ত নির্যাতিতাকে ঝোপে খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। ভদ্রকের এসপি মনোজ কুমার রাউত জানিয়েছেন, ‘নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, তার মেয়েকে ধর্ষণ করে খুনের পর দেহ ঝোপে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে।’ এসপি আরও জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখছেন। ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে লেখা হয়েছে, ভদ্রকের নৃশংস ঘটনার দোষীদের রেয়াত করা হবে না। দ্রুত তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে। নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী পার্বতী পারিদা। এদিন নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় প্রধান বিরোধী দল বিজেডি। বুধবার শুক্রবার সকাল ৬টা থেকে ৬ ঘণ্টার ছন্দাবলি ব্লক বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস ও বিজেডি।