মহিলার হাত টেনে ‘আই লাভ ইউ’ বলা সম্ভ্রমহানি: ছত্তিশগড় হাইকোর্ট
বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
রায়পুর: শুধুমাত্র ‘আই লাভ ইউ’ বললে যৌন অভিসন্ধি প্রকাশ পায় না। সম্প্রতি এক পকসো মামলায় এমনই মন্তব্য করেছিল বম্বে হাইকোর্ট। এবার ঠিক উল্টো পথে হাঁটল ছত্তিশগড় হাইকোর্ট। বুধবার আদালতের বক্তব্য, কোনও মহিলার বিনা অনুমতিতে হাত টেনে ধরে আই লাভ বললে তাঁর সম্ভ্রমহানি করা হয়। বিশেষ করে গ্রামের দিকে এই ধরনের আচরণ অত্যন্ত আপত্তিকর। মূল ঘটনা ছত্তিশগড়ের। এক কিশোরী স্কুল থেকে ফিরছিলেন। সেইসময় অভিযুক্ত তাঁর হাত ধরে নিজের দিকে টেনে বলেছিল, আই লাভ ইউ। ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। পরে তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। শুনানি শেষে যুবককে দোষী সাব্যস্ত করে উচ্চ আদালত। আদালতের পর্যবেক্ষণ, মহিলার হাত ধরে এভাবে আই লাভ ইউ বললে সম্ভ্রমহানি করা হয়। এক্ষেত্রে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলেও শাস্তির মেয়াদ কমানো হয়েছে। তিন বছরের মেয়াদ কমিয়ে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।