• ছাড়পত্র নয়া তিন বিমানসংস্থাকে
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ইন্ডিগোর পরিষেবায় বিপর্যয়ের জেরে দেশজুড়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন বিমান যাত্রীরা। দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা নিয়ে সমালোচনার মুখে পড়ে মোদি সরকারও। এই আবহে নেওয়া হল নতুন পদক্ষেপ। নতুন বছরেই ভারতের যাত্রী পরিষেবায় শামিল হচ্ছে আরও তিনটি বিমান পরিবহণ সংস্থা। আগেই ছাড়পত্র পেয়েছিল ‘শঙ্খ এয়ার’। চলতি সপ্তাহে কেন্দ্রের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে ‘আল হিন্দ এয়ার’ ও ‘ফ্লাই এক্সপ্রেস’। বিষয়টি নিয়ে গত সপ্তাহে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এরপরই তাদের ছাড়পত্র দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু। সূত্রের খবর, উড়ান পরিষেবার পরিকল্পনা ও কতগুলি বিমান চালানো হবে, এব্যাপারে তিন সংস্থার কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে মন্ত্রক।
  • Link to this news (বর্তমান)