• জিটিএ’র হস্তক্ষেপ, গাড়ি সমস্যার জট কাটল পাহাড়ে
    বর্তমান | ২৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: অবশেষে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত পাহাড়ের গাড়ি চালকদের। আজ, বৃহস্পতিবার থেকে ফের টাইগারহিল রুটে চলবে পর্যটক বোঝাই গাড়ি। পাহাড়ে সমতলের গাড়ি চলতে আর বাধা দেওয়া হবে না।  বুধবার জিটিএ’র সঙ্গে বৈঠকের পর এ কথা জানান দার্জিলিং পাহাড়ের গাড়িচালকরা। গাড়িচালকদের সঙ্গে বৈঠকের পর চালকদের সম্মতির কথা জানিয়েছেন জিটিএ’র ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহানও। এদিকে পাহাড়ের গাড়িও সমতলে চলতে দেওয়া হবে বলে সমতলের চালক সংগঠন জানিয়ে দিয়েছে। প্রথমে পাহাড়ের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আন্দোলনে নামেন সেখানকার গাড়িচালকরা। এরপর তাঁদের সঙ্গে সমতলের গাড়িচালকদের বিবাদ বাধে। সমতলের গাড়ি পাহাড়ে চলতে না দেওয়ার ফতোয়া দেওয়া হয়। টাইগারহিল রুটে যানবাহন চালানো বন্ধ করে দেন পাহাড়ের চালকরা। বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্ট রুটে গাড়ি না চলায় বেকায়দায় পড়েন পর্যটকরা। পাহাড়ের পর্যটন ব্যবসাও মার খাওয়ার আশঙ্কা তৈরি হয়।  এই অবস্থায় বুধবার পাহাড়ের চালকদের সঙ্গে বৈঠকে বসে জিটিএ’র ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি। তাতে প্রশাসনের আধিকারিকরাও ছিলেন। বৈঠকের পর জিটিএ কর্তৃপক্ষ জানিয়েছে,গাড়ি চালকরা টাইগারহিলের রুট থেকে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। আজ থেকে সংশ্লিষ্ট রুটে যান চলাচল করবে। পাহাড়ের গাড়িচালকদের পক্ষে ব্রি঩জেশ মোক্তান বলেন, জিটিএ’র বৈঠকে খুশি। তাই এখন থেকে প্রশাসনের টোকেনও নেব। টাইগারহিল রুটে গাড়িও চালানো হবে। 
  • Link to this news (বর্তমান)